adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিম বললেন- আমরা খেলে জিততে চাই

005_245921ডেস্ক রিপাের্ট : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের সভাপতি শেখ হাসিনা ২০১৯ সালের নির্বাচনে সকল দলকে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাই আমরা খালি মাঠে নয়, খেলে জিততে চাই।'

২৯ অক্টােবর শনিবার বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জে দিরাই উপজেলা বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত।

বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, '২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না। সাহস থাকলে আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনে যে ফল হবে আওয়ামী লীগ তা মেনে নেবে।'

তিনি বলেন, '২০১৪ সালের নির্বাচনের আগেও শেখ হাসিনা খালেদা জিয়াকে বলেছিলেন, আসুন গণভবনে বসে আলোচনা করি কীভাবে নির্বাচন হবে। তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেদিন নির্বাচন না হলে দেশের অবস্থা কী হতো? আজ আপনারা যে উন্নয়ন পাচ্ছেন সেটি হতো না। দেশ স্থিতিশীল থাকতো না। খালেদা জিয়া নির্বাচনে না এসে জ্বালাও পোড়াও রাজনীতির মাধ্যমে দেশকে অশান্ত করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছেন। দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন।'

মন্ত্রী বলেন, 'গুলশানে হামলা এবং শোলাকিয়ায় ঈদের নামাজে হামলার ঘটনা জীবনবাজি রেখে ঠেকিয়েছে পুলিশ। এসব ঘটনার পর খালেদা জিয়া বলেছেন- জঙ্গিদের মারা হলো কেন? যেখানে জঙ্গি ছেলের লাশ বাবা নিচ্ছেন না। বলছেন এমন ছেলের লাশ তিনি নিবেন না। অথচ সেখানে খালেদা জিয়া জঙ্গির পক্ষ নিচ্ছেন।'

সমাবেশ শুরুতে দিরাই উপজেলার ৫ ইউনিয়নের গ্রামে পল্লীবিদ্যুৎ এবং দিরাই পৌর শহরের একটি এলাকায় পিডিবির নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী সকালে শাল্লা উপজেলা সদরে ৫০ বেডের হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং দিরাই উপজেলা সদরে ৫০ বেডের হাসপাতাল ভবন উদ্বোধন করেন।

হাসপাতাল ভবন উদ্বোধন করে সমাবেশে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, অ্যাড. শামছুনন্নাহার বেগম শাহানা এমপি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম বদরুল ইসলাম ,সিভিল সার্জন ডা. আব্দুল হেকিম, ডা. ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া