adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবলীগ নেতার ভাইয়ের দাবি – ৭৭ হাজার টাকা নিয়েও ভাইকে হত্যা করে পুলিশ

Gazipur-Crose-Fire-Update-newsডেস্ক রিপোর্ট : গাজীপুর ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাইদুল ইসলাম (৩৫) রাজধানীর বাড্ডা থানার ৯৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
জেলার শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শুক্রবার বেলা ১১টার দিকে ভাইয়ের লাশ শনাক্ত করেন বাড্ডা থানা যুবলীগের সাবেক সভাপতি সাজেদুল ইসলাম।
এর আগে সদর উপজেলার সালনা এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন সাইদুল ইসলাম।
ভাই সাজেদুল ইসলামের দাবি, দু’দিন আগে সাইদুল ইসলামকে আটকের পর পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। এর মধ্যে৭৭ হাজার টাকা নেওয়ার পরও পুলিশ তাকে হত্যা করেছে।
তিনি বলেন, ‘১৫ আগস্ট শোক দিবসে বাড্ডা থানার ৯৭ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বড় অনুষ্ঠান হয়েছে। সভাপতি হিসেবে আমার ভাই ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল।’
তিনি আরও বলেন, ‘গাজীপুরের রাজাবাড়ী এলাকায় সাইদুলের একটি পোল্ট্রি ফার্ম, একটি নার্সারি ও সালনা এলাকায় একটি গ্যারেজ রয়েছে। বুধবার ঢাকা থেকে সালনা হয়ে রাজাবাড়ী যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর ডিবি পুলিশ তাকে আটক করে। এ সময় তার সঙ্গে আমার ভাগ্নে সপ্তম শ্রেণীর ছাত্র শহীদুল ইসলাম রানা ও সালনা এলাকার শাহজাহানও ছিল।’ নিহতের ভাই বলেন, ‘পুলিশ তিনজনকেই ধরে নিয়ে যায়। সাইদুলের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা নিয়েবৃহস্পতিবার ডিবি পুলিশ রানা ও শাহজাহানকে ছেড়ে দেয়। এর পর ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান সাইদুলকে ছেড়ে দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন।’
‘পরে ওই এসআইকে এক গাড়িচালকের মাধ্যমে আরও ৫২ হাজার টাকা দেওয়া হয়’ দাবি করেন নিহতের ভাই সাজেদুল ইসলাম ও হাবিবুর রহমান।
নিহতের বোন ফারহানা আক্তার বলেন, ‘ভাই আটকের পরদিন বৃহস্পতিবার বিকেল ৫টায় পুলিশ জানায়, শুক্রবার সকালে পুলিশ তার ভাইকে ছেড়ে দেবে। কিন্তু আজ (শুক্রবার) তার লাশ পাওয়া গেল।’
গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘সাইদুল ইসলাম গাজীপুর ও ডিএমপির তিনটি হত্যা মামলার আসামি। তিনি একজন পেশাদার খুনী। তাকে গতকাল (বৃহস্পতিবার) আটক করে জিজ্ঞাসা করা হয়। স্বীকারোক্তি অনুসারে তাকে নিয়ে সালনা এলাকায় অস্ত্র উদ্ধারে যায় ডিবি পুলিশ।’
‘এ সময় সাইদুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালালে ক্রসফায়ারে পড়ে সাইদুল গুরুতর আহত হন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়’ বলেন ওসিআমির হোসেন।
ওই ঘটনায় আহত পুলিশের দুই সদস্য হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত কুমার বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটের দিকে দুই পায়ে গুরুতর জখম অবস্থায় সাইদুলকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘পায়ে সামান্য আহতাবস্থায় পুলিশ সদস্য উজ্জ্বল মিয়া ও ইয়াছিনকেও হাসপাতালে ভর্তি করা হয়।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া