adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবহাটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতকর্মী নিহত

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি সাটার গান ও ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার ভোর রাতে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেওড়া তলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা গ্রামের মৃত বাবর আলীর ছেলে। 
আহত পুলিশ সদস্যরা হলেন- দেবহাটা থানার কনস্টেবল জামিরুল ও মইনুল। 
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের হরতালে নাশকতা সৃষ্টির লক্ষ্যে কেওড়াতলায় গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ৫/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি ছোড়ে। 
এতে ছত্রভঙ্গ হয়ে যায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সিরাজুল ইসলামকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, সিরাজুলের পরিবারের দাবি তাকে সোমবার বিকেলে আটক করেছিল পুলিশ। 
গত রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরের নেতা-কর্মীদের হতাহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সাতক্ষীরায় হরতাল ডাকে জামায়াত।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া