adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বসুন্ধরা সিটিতেও লাখো কণ্ঠের প্রতিধ্বনি

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্যারেড গ্রাউন্ডের লাখো কন্ঠে সোনার বাংলার আবেগঘন সুর প্রতিধ্বনিত হল দেশের অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটিতেও।লাখো কণ্ঠের সঙ্গে সুর মিলিয়ে ইতিহাসের অংশ হতেই বসুন্ধরা সিটির ব্যবসায়ী, ক্রেতা-দর্শনার্থীরা গেয়েছেন জাতীয় সংগীত আমার সোনার বাংলা। ৪৩তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সকালে বিপণি বিতানের সামনে সমবেত জনতা ঘড়ির কাটায় ১১টা ২০ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই প্যারেড স্কয়ারের লাখো কণ্ঠের সঙ্গে সুর  মেলান।একই সুরে বসুন্ধরা সিটিতে ধ্বনিত হল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…। ইতিহাসের নতুন রেকর্ডে অংশ নিয়েছে  দেশের এ অভিজাত বিপণি বিতানও।এদিকে লাখো কন্ঠে সোনার বাংলা আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আগে  থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা থেকে শুরু করে ও নিরাপত্তার বিষয়টিও জোর দেন কর্তৃপক্ষ।এর আগে সকাল থেকেই বসুন্ধরা সিটির সামনের মূল প্রবেশ পথে দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় দাঁড়াতে শুরু করেন বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ। আর সেই সঙ্গে সাড়া জাগানো মুক্তিযুদ্ধ ও দেশের গানে ওই এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।বসুন্ধরা সিটির ইনচার্জ ও বসুন্ধরা গ্রুপের  চেয়ারম্যানের কারিগরী উপদেষ্টা মুক্তিযোদ্ধা টিআইএম লতিফুল  হোসেনসহ মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীসহ দোকান-মালিক ও কর্মচারীরা এতে অংশ নেন।এসময় লতিফুল  হোসেন বলেন, সকল ভেদাভেদ ভুলে আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলার যে সামর্থ্য রয়েছে, তা আমরা একাত্তরে স্বাধীনতা অর্জনের মাধ্যমে প্রমাণ করেছি।তিনি বলেন, জাতীয় স্বার্থে একাত্ম হওয়ার সামর্থ্য যে বাঙালির আজও অটুট রয়েছে, তা আজকের এই আয়োজনে আবারও প্রমাণিত হল।এদিকে বসুন্ধরা সিটির সামনের আয়োজনে ঢাকায় অবস্থানরত বিদেশিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তাদের অনেককেই বিস্মিত ও আনন্দিত চেহারায় ছবি তুলতে দেখা গেছে তাদের।জাতীয় সংগীত গাওয়ার এই মহোৎসবে বসুন্ধরা সিটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা) ক্যাপ্টেন (অব.) এসএম মাসুদ পারভেজ দিপু, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব) শেখ আব্দুল আলীম ও বসুন্ধরা সিটি  দোকান মালিক সমিতি সভাপতি প্রমুখ। টিভিতে প্রচারিত প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠানটি বসুন্ধরা সিটির নিজস্ব পিএ সিস্টেমে সরাসরি প্রচার করা হয়। জাতীয় সংগীতের মূল অনুষ্ঠানের পরও সাউন্ড সিস্টেমে দেশের গান বাজতে থাকে।দেশের সর্বাধুনিক শপিং মলের এমন উদ্যোগে মুগ্ধ হন উপস্থিত ক্রেতা-দর্শনার্থীরাও।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া