adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুরে বিলুপ্তপ্রায় মেছো বাঘের চার শাবক হত্যা

image_61994_0ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের জগন্নাথপুর গ্রামের বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার ভেতর থেকেই বিলুপ্তপ্রায় চারটি মেছোবাঘের শাবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার  সংরক্ষিত বনাঞ্চলের ভেতর থেকে ধরে এনে তাদের হত্যা করে স্থানীয় যুবকরা।

উল্লেখ্য, গত এক বছরে এই এলাকা থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে এলাকার বেশ কয়েকজন যুবক স্থানীয় সংগঠন সাইডো’র বন্যপশু সংরক্ষণ এলাকার গভীর জঙ্গলের ভেতর থেকে চারটি মেছোবাঘের শাবক ধরে এনে জনসম্মুখেই হত্যা করে। পরে খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা ও সাইডোর কর্মকর্তারা সেখানে যান।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় এক যুবক জানিয়েছেন, এসব প্রাণী লোকালয়ের মানুষের জন্য আতঙ্ক। মেছোবাঘ হাঁস-মুরগি খেয়ে ফেলছে বলে বড় বাঘ ধরতে না পেরে শাবকদের হত্যা করা হয়েছে।

এ প্রসঙ্গে, সাইডোর নির্বাহী পরিচালক ও বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার উদ্যোক্তা হোসাইন আহমেদ কামাল বলেছেন, “ওই এলাকা থেকে একের পর এক বন্যপ্রাণী ধরে এনে হত্যা করা হচ্ছে। এই ধরনের কাজ বন্ধ করতে হলে এলাকায় জনসচেতনতা সৃষ্টি করার জন্য তাদের পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগেও সচেতনতামূলক সভা করা প্রয়োজন।”

উপজেলা বন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, বিলুপ্তপ্রায় চারটি মেছোবাঘের শাবককে হত্যা করার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও কোন আলামত পাওয়া যায়নি। তবে আলামত খোঁজা হচ্ছে। আলামত বের করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া