adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারবেন না

Logo1440819661ক্রীড়া প্রতিবেদক : ৩ সেপ্টেম্বর বিশ্বকাপ বছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়ার আগেই জানা গিয়েছিল এই ম্যাচে বাংলাদেশের বিপে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিলে জেডিনাক। কারণ, তিনি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর আগেই আরো একটি সুখবর পেল বাংলাদেশ। শুধু জেডিনাক নয়, আরো দুই অস্ট্রেলিয়ার খেলোয়াড় বাংলাদেশের বিপে খেলতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পাস্তেকোগ্লু। আরো জানানো হয়, জেডিনাকের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ খেলোয়াড় টিম কাহিল।
 
ইনজুরি থেকে সেরে না ওঠায় বাংলাদেশ বিপে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড রবি ক্রুজ ও স্ট্রাইকার টমি জুরিচ। ক্রুজ জার্মান কাব বেয়ার লেভারকুসেনের হয়ে খেলেন। আর জুরিচ খেলেন নেদারল্যান্ডসের কাব রোডা জেসির হয়ে।
 
তবে এই তিন খেলোয়াড়ের বদলে দলে যে তিনজন সুযোগ পাচ্ছেন তারাও কম যান না। তাদের দুজন খেলেন ইউরোপে আর একজন খেলেন দেশি কাব ব্রিসবেন রোর এ। ক্রিস ইকোনোমিডিস খেলেন ইতালিয়ান সিরি’আ লিগের কাব লাৎসিওর হয়ে। আর বেন হালোরান খেলেন জার্মানির দ্বিতীয় বিভাগের দল এফসি হেইডেনহেইমের হয়ে। লুক ব্র্যাটান খেলেন অস্ট্রেলিয়ার কাব ব্রিসবেন রোর এর হয়ে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া