adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিসিটিভি

bnp-office_নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে সিনিয়র নেতাদের ওপর দফায় দফায় দুর্বৃত্তের হামলার প্রেক্ষিতে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে কার্যালয়কে সিসিটিভির আওতায় আনার প্রস্তাব এসেছে। আর এ প্রস্তাব এসেছে দলের তৃণমূলের তরফ থেকে। তাই বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপন করা হচ্ছে সিসিটিভি।

তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তৃণমূলের এ প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। একইসঙ্গে এ প্রস্তাবকে বাস্তবায়নের ব্যাপারে ইতিবাচক মনোভাবও ব্যক্ত করেছেন তারা।

সিসিটিভি স্থাপন প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিরাপত্তার স্বার্থে প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিসিটিভি স্থাপন করলে কোন ক্ষতি নেই। বরং এতে নিরাপত্তার বিষয়টি জোরদার হবে।
তিনি আরও বলেন, দলের সিনিয়র নেতারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে যা অত্যন্ত নিন্দনীয়। তাই তৃণমূলের দাবির প্রেক্ষিতেই দলের সিনিয়র নেতৃবৃন্দ তাদের এ দাবি পূরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশারাখি।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে গত ১৪ই জুন একইভাবে নয়াপল্টন কার্যালয়ে দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ হামলার শিকার হন। তার আগে ২০১৪ সালে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমদের ওপরও হামলার ঘটনা ঘটেছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া