adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে বিশ্বকাপের জন্য বিসিবির নজর ২৪ ক্রিকেটারে

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে টাইগাররা। আর তাই ওয়ানডে বিশ্বকাপে চমক দেখাবে সাকিব-লিটনরা এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। এদিকে, দল ঘোষণা না করলেও বিশ্বকাপের জন্য বিসিবি আলাদা করে নজরে রেখেছে ২৪ ক্রিকেটারকে।

শুক্রবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি ২৪ জন ক্রিকেটারকে নিয়ে একটি পুল তৈরি করেছে।

বিশ্বকাপের জন্য কোন ২৪ ক্রিকেটারে নজর রেখেছে বিসিবি সেটি সরাসরি প্রকাশ না করলেও বিসিবির প্রধান নির্বাচক ইঙ্গিত দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-নাঈম শেখরাও রয়েছেন সেই ২৪ জনের তালিকায়।
মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ১ জন না ২৪ জন ক্রিকেটার নিয়ে পুল করা হয়েছে। সুতরাং এখানে পার্টিকুলার কেউ না যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।
চলতি ডিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন নাঈম শেখ। ২৪ জনের তালিকায় নাঈম রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, নাঈম অবশ্যই ভালো করছে। এইচপিতে ছিল সামনে এ টিমের সিরিজ আছে। অনেক খেলোয়াড়ই ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে। আমাদের পুলের যে ২৪ জন ক্রিকেটার আছে তাদের মধ্যে অবশ্যই নাঈম থাকবে। উল্লেখ্য যে, নাঈম শেখ ছাড়াও ২৪ জন পুলের তালিকায় রয়েছেন আফিফ হোসেন-মৃত্যুঞ্জয় চৌধুরীরাও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া