adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণভবনে আসুন, ফয়সালা করি

image_62980_0 (1)বরগুনা: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে কোনো আলোচনার দরজা এখনো খোলা। গণভবনে আসুন, আলোচনা করি। আলোচনা করে ফয়সালা করি।’

মঙ্গলবার দুপুরে বরগুনার বামনায় সারোয়ার জাহান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আলোচনা করার জন্য বিরোধী দলীয় নেতাকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তিনি আলোচনায় না এসে রাজপথে গাড়ি ভাঙচুর করে আর আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। আর এতে মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত জোট। বিএনপি-জামায়াত-হেফাজত ধর্মের নামে রাজনীতি করে, তারা জাতীয় মসজিদে কোরআন শরিফ পুড়িয়েছে। দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে।’

তিনি বলেন, ‘দেশের কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার কারিকুলাম নির্ধারণ করার জন্য একটি কমিটি করা হয়েছে। কওমি মাদরাসার শিক্ষার্থীরা যাতে দেশে-বিদেশে চাকরি পায় সেজন্য তাদের সনদপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী শিক্ষর্থীরা সনদপত্র সংগ্রহ করতে পারবে।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘আওয়ামী লীগ যতোবার ক্ষমতায় এসেছে, ততোবারই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়েছে। একমাত্র আওয়ামী লীগই কৃষকের সুবিধার জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে। স্বল্পমূল্যে সারের ব্যবস্থা করেছে। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরেকবার নৌকায় ভোট দিন। আমরা আবারো ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ ও একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করবো।’

বমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, স্থানীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু।

এর আগে বেলা ১১টা ০৫ মিনিটে হেলিকপ্টারযোগে বামনায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর বামনা সারোয়ার জাহান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া