adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের খোঁজে ভারত মহাসাগরে তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে সহায়তা করতে ভারত মহাসাগরে অনুসন্ধানী টিম পাঠিয়েছে আমেরিকা।বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি এ কথা জানান। খবর বিবিসি অনলাইন।প্রায় এক সপ্তাহ আগে ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার সময় উড্ডয়নের এক ঘণ্টা পর নিখোঁজ হয়।বিমানটি  গন্তব্যস্থল ছেড়ে পশ্চিম দিকে ঘুরে এগিয়ে যেতে পারে, এমন সম্ভাবনার ভিত্তিতেই ভারত মহাসাগর পর্যন্ত তল্লাশি চালানো হচ্চে বলে ধারণা করা হচ্ছে।জে কার্নি বলেন, কিছু নতুন তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত, তথ্যগুলো সম্পর্কে নিশ্চিত না হলেও এগুলো নতুন তথ্য। এ কারণে ভারত মহাসাগর পর্যন্ত তল্লাশি এলাকা বিস্তৃত করা হচ্ছে।তবে কী নতুন তথ্য পাওয়া গেছে তা পরিষ্কার করেননি কার্নি। আর এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মালয়শীয় কর্মকর্তাদেরও পাওয়া যায়নি বলে জানায় বিবিসি।বিমানটির হঠাৎ উধাও হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পরেও সেটির খোঁজ না পাওয়া, বিমান চলাচলের ইতিহাসে অন্যতম হতাশাজনক ঘটনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।দশটিরও বেশি দেশের নৌবাহিনী ও সেনাবাহিনীর কয়েক ডজন বিমান ও জাহাজের লাগাতার তল্লাশি অভিযানেও বিমানটির বা এর ধ্বংসাবশের  কোনো চিহ্ন পাওয়া যায়নি।ঘটনা তদন্তের সঙ্গে জড়িত দুটি সূত্র বৃহস্পতিবার জানায়, শনিবার নিখোঁজ হওয়ার পর বিমানটি থেকে দুর্বল কিছু ইলেকট্রনিক সংকেত উপগ্রহের মাধ্যমে পাওয়া গেলেও বিমানটি কোন দিকে গেছে বা এর পরিণতি কী হয়েছে, এই সংকেত থেকে সে সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি।এই সংকেত থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বিমানটির ট্রাবলশ্যুটিং সিস্টেমের সুইচ অন করা ছিল এবং উপগ্রহগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্ট করছিল। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ হারানোর পরও বিমানটি  যোগাযোগ করার মতো অবস্থায় ছিল বলে এই সংকেত থেকে ধারণা করা হয়।এর আগে, বৃহস্পতিবার ওয়ালস্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়, বিমানটি দূর নিয়ন্ত্রণ ইলেকট্রনিক প্রযুক্তিতে ছিনতাই হতে পারে। 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া