adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেনিশ-বাংলাদেশ বাণিজ্যিক বৈঠকে ডেনমার্কে শিল্পমন্ত্রী

banden_868800020ডেস্ক রিপোর্ট : ডেনিশ-বাংলাদেশ বাণিজ্যিক সম্ভাবনা ডেনমার্কের সরকারের কাছে তুলে ধরতে সেদেশে সফর করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার (৩ অক্টোবর) ডেনমার্ক পৌঁছেছেন শিল্পমন্ত্রী। ডেনিশ সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। 

ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে শিল্পমন্ত্রী ও ডেনিস ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করবেন বলে সূত্র জানিয়েছে। 

জানা যায়, এ সফরে আন্তর্জাতিক মানের পানি পরিশোধনাগার পরিদর্শন করবেন শিল্পমন্ত্রী। 

এছাড়া তিনি ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী জন নিরগার্ড লেসেন, বাণিজ্য ও কৌশল বিষয়ক স্টেট সেক্রেটারি লার্স থিউজেন সেন্টার ফর গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সিকিউরিটি প্রধান চারলট স্লেন্টের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। 

ডেনমার্কের বিশ্বখ্যাত সার, পেট্রো-কেমিক্যাল ও জ্বালানি প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান হালদার টপসো’র প্রধান কার্যালয় পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাকি স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ও করবেন শিল্পমন্ত্রী। 

সফর শেষে শিল্পমন্ত্রীর আগামী ৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া