adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাঙ্গেরিকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে ইতালি

স্পোর্টস ডেস্ক: পারলো না হাঙ্গেরি। ইতালির বিরুদ্ধে সমানতালে লড়াই করেও হেরে গেলো তারা। এই হার কেবল তাদের ফরোয়ার্ডদের ব্যর্থতার জন্য। ফলে দারুণ জয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনাল উঠে গেলো ইতালি।
চার দলের ফাইনালসে যেতে এই ম্যাচে ড্র করলেই চলত হাঙ্গেরির। ইতালির সামনে জয়ের বিকল্প ছিল না। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় সোমবার রাতে ২-০ গোলে জিতে লক্ষ্য পূরণ করল রবের্তো মানচিনির দল।

৬ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা হলো ইতালি। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি।

গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ড ও জার্মানির লড়াই ৩-৩ গোলে ড্র হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে জার্মানরা। আগেই দ্বিতীয় স্তরে নেমে যাওয়া ইংলিশদের পয়েন্ট স্রেফ ৩।

এই টুর্নামেন্ট থেকে হাঙ্গেরির অর্জন অবশ্য কম নয়। গত জুনে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আসর শুরুর পর তারা হেরে যায় ইতালির মাঠে গিয়ে। পরের ম্যাচেই ১-১ গোলে রুখে দেয় জার্মানদের। এরপর ইংল্যান্ডের মাঠে তারা তুলে নেয় ৪-০ গোলের বিস্ময়কর এক জয়।

পরের ম্যাচে গত শুক্রবার জার্মানিকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নে গড়া ‘গ্রুপ অব ডেথ’ থেকে শিরোপা লড়াইয়ের মঞ্চে যাওয়ার সম্ভাবনা জাগায় হাঙ্গেরি। কিন্তু ইতালির বিপক্ষে পেরে উঠল না তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া