adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতে বিপর্যস্ত আমেরিকা

image_62901_0ওয়াশিংটন: দুই দশকের রেকর্ড ইতিমধ্যেই চুরমার। দুশ্চিন্তা বাড়িয়ে আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, শৈত্যপ্রবাহ আরো বাড়বে। মেরু সংলগ্ন এলাকায় কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৫০ ডিগ্রি নিচে নেমে গিয়েছে।

গত দুই দশকে এমন ঠান্ডা পড়েনি আমেরিকায়। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ বুচ ডাইন জানান,  এই ঠান্ডা অত্যন্ত বিপজ্জনক, প্রাণঘাতী। আমেরিকার মধ্য-পশ্চিম কাঁপিয়ে হাড়ে কাঁপুনি ধরানো শৈত্য প্রবাহ সোমবার পাড়ি দিয়েছে ওয়াশিংটন ডিসি’র দিকে। সেখানে পারদ এর মধ্যেই নেমেছে হিমাঙ্কের ৩৫ ডিগ্রি নীচে। নিউ ইয়র্কে নেমেছে মাইনাস ১৪ ডিগ্রিতে।

আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে আরো মারাত্মক। ফার্গোয় হিমাঙ্কের ৩১, মিনেসোটায় ৩৫ এবং শিকাগোয় ২৬ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। উত্তর-পূর্ব মন্টানায় মাইনাস ৫১ ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

প্রায় একই অবস্থা কানাডার। পূর্ব অ্যালবার্টা এবং উত্তর-পশ্চিম অন্টারিওতে প্রবল শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। উইনিপেগে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড ঠান্ডায় আমেরিকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিকাগোয় স্কুল এবং প্রায় সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ। থমকে গিয়েছে বিভিন্ন আদালতের কাজকর্মও। সরকারি সতর্কবার্তায় নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। ফ্রস্টবাইট থেকে সাবধানে থাকতে বলা হয়েছে সবাইকে।

বিমান চলাচল ব্যাহত হচ্ছে। রোববার নিউ ইয়র্কের কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে টরন্টো থেকে আসা একটি বিমানের চাকা অবতরণের সময়ে স্কিড করে। বিমানটি রানওয়ে ছেড়ে লাগোয়া ট্যাক্সিওয়েতে চলে যায়। এতে দুর্ভাগ্যজনক কিছু হয়নি ঠিকই, কিন্ত্ত কেনেডি বিমানবন্দরে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আমেরিকার অন্যান্য বিমানবন্দরে কোথাও বিমানের ফ্লাইট বাতিল আবার কোথাও পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মিশিগানের গভর্নর রিক স্নাইডার বলেন, “প্রবল তুষারপাত, ঝড়ো হাওয়া আর তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। নাগরিকদের বলছি, সরকারি সতর্কবার্তা মাথায় রাখুন, বাইরে বের হবেন না।”

ইলিনয়ের গভর্নর প্যাট কুইন বলেন, “রেকর্ড গড়ছে শৈত্যপ্রবাহ। সকলকে নিরাপদে রাখা এই অবস্থায় বড় চ্যালেঞ্জ। প্রকৃতির এই রোষের মুখে আমরা যত দূর সম্ভব কাজ করছি।” ইন্ডিয়ানাপোলিসে রেড অ্যালার্ট জারি করেছেন গভর্নর গ্রেগ ব্যালার্ড। এর আগে ১৯৭৮ সালে শৈত্যপ্রবাহের জেরে রেড অ্যালার্ট জারি হয়েছিল এখানে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি, সিএনএন, আল জাজিরা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া