adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংসদে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী – দেশে ১০ হাজার ১৩৯ জন হিজড়া রয়েছে

Hizra-newsনিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, দেশে বর্তমানে ১০ হাজার ১৩৯ জন হিজড়া সম্প্রদায়ের লোক রয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সরকার দলীয় এমপি মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। সংবাদ বাসসের।

নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে বেদে, হিজড়া ও হরিজন সম্প্রদায়ের পরিসংখ্যানগত কোনো জরিপ হয়নি। তবে সমাজসেবা অধিদফতরের জেলা পর্যায়ের তথ্য অনুযায়ী ৭৫ হাজার ৭০২ জন বেদে, ১০ হাজার ১৩৯ জন হিজড়া এবং ২ লাখ ৬৪ হাজার ৬১৬ জন হরিজন সম্প্রদায়ের লোক রয়েছে। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুযায়ী দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৭১৬ জন।’

প্রতিমন্ত্রী আরো বলেছেন, ‘এসব ব্যক্তির শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি জানিয়েছেন, স্কুলগামী বেদে, হিজড়া ও হরিজন শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চার স্তরে প্রাথমিক স্তর-৩শ, মাধ্যমিক স্তর ৪৫০ ও উচ্চ মাধ্যমিক স্তর ৬শ’ এবং উচ্চতর স্তরে ১ হাজার টাকা উপবৃত্তি দেওয়া হয়। ৫০ বছর বা তার বেশি বয়সের অক্ষম ও অস্বচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা বা বিশেষ ভাতা মাসিক ৬শ’ টাকা এবং বেদে ও হরিজনদের বয়স্ক ভাতা বা বিশেষ ভাতা মাসিক ৫শ’ টাকা করে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘প্রতি জেলায় ৫০ জনকে ৫০ দিনের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের সমাজের মূল স্রোতধারায় আনা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া