adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুষ নেওয়ার সময় দুদকের জালে মৎস্য কর্মকর্তা

ডেস্ক রিপাের্ট : দিনাজপুরের পার্বতীপুরে ঘুষের টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিমের হাতে গ্রেপ্তার হয়েছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার।

মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম এ অভিযান চালায়।

দুদক জানায়, পার্বতীপুর উপজেলায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি পুকুরের খনন কাজ শেষ হয়েছে।

এর মধ্যে ৪০ লাখ টাকা ব্যয়ে মন্মথপুর ইউনিয়নের খুনিয়া পুকুর ও বড় উতাল পুকুরের খনন কাজ শেষ করেন একরামুল হক ও দিলীপ চন্দ্র।

এ দুজনের ৩০ লাখ টাকার চেক ছাড় করা হলেও অবশিষ্ট ১০ লাখ টাকার চেক ছাড় করা হচ্ছিল না। চেক ছাড় করতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন।

পুকুর খনন কাজ পরিচালনা কমিটির সদস্য তাজ নগর শেখ পাড়া গ্রামের সবুজ ইসলাম ঘুষের টাকা দিতে মৎস্য অফিসে আসলে দুদকের জালে ধরা পড়েন ওই কর্মকর্তা।

সবুজ ইসলাম জানান, পার্বতীপুরের সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিম গভীর জলের মাছ। তিনি ঘুষ ছাড়া কোনো কাজ করতে চান না। পুকুর খননের চেক ছাড়ের জন্য তার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। ইতোমধ্যে তিনি তিন লাখ টাকা প্রদান করেছেন।

তার দাবি, পুকুরে ঘাস, পানি সেচ ও গাছ লাগানোর ১ লাখ ৭০ হাজার টাকাও আমাদের না দিয়ে ওই কর্মকর্তা হেফাজতে রেখে ছিলেন। তার পরেও অবশিষ্ট টাকার চেক ছাড় না হওয়ায় তিনি দুদকের হটলাইন ১০৬ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

সবুজ ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে তিনি আরও ২০ হাজার টাকা ওই কর্মকর্তার হাতে তুলে দিতে আসেন। এ সময় ওঁৎ পেতে থাকা দুদক কর্মকর্তারা ঘুষের টাকাসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করেন।

অভিযান পরিচালনাকারী দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ বলেন, সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিমকে ঘুষ নেওয়ার সময় ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে আরে ১ লাখ ৫২ হাজার টাকা পাওয়া গেছে। হট লাইনে অভিযোগ পেয়ে তারা অভিযানটি পরিচালনা করেন।

এ সময় দিনাজপুর দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান, উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, সহকারী পরিদর্শক ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া