adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিগুণ দাম রাখায় আড়ংকে জরিমানা সাড়ে চার লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : ছয় দিনের ব্যবধানে একই পণ্য দ্বিগুণ দামে বিক্রি করার দায়ে সাড়ে চার লাখ টাকা জরিমানা গুণতে হলো খ্যাতিমান ব্রান্ড আড়ংকে। শাস্তি হিসেবে একদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে আড়ংয়ের উত্তরার আউটলেটটি।

সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগ পেয়ে তা যাচাই করতে যায়। পরে অভিযোগের সত্যতা পেয়ে তাদের জরিমানা করা হয়।

টাঙ্গাইলের কুমুদিনি ওমেন্স মেডিকেলের চিকিৎসক ইবরাহীম খলিলের অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এই জরিমানা করেন।

ইবরাহীম খলিল বলেন, ‘আমি গত ২৫ মে উত্তরা আড়ং থেকে একটি ড্রেস কিনি। যার মূল্য ছিল ভ্যাট ছাড়া ৭০০ টাকা। পরে আমার ছোট ভাই ৩১ মে একই ড্রেস এই আউটলেট থেকে কিনেন ১৩শ টাকা দিয়ে। অথচ একই কাপড়, একই ডিজাইনের পোশাকটির দাম ৬০০ টাকা বেশি নিয়েছে তারা। তাই আমি ভোক্তা অধিকারে অভিযোগ করেছি।’

অধিদপ্তরের কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমরা অভিযোগের সত্যতা যাচাই করতে এসে আড়ংয়ে যা দেখলাম সেটা সত্যি দুঃখজনক। এখানকার ম্যানেজার নানা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন কিন্তু যতটুকু আইনকানুন পড়াশোনা করেছি তাতে দেখেছি এতে গ্রাহকের কোনো কথা নেই। আমরা তাদেরকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছি। অন্যদের যাতে শিক্ষা হয় সেজন্য প্রতীকী হিসেবে ২৪ ঘণ্টার জন্য আউটলেটটি বন্ধ করে দেয়া হয়েছে।’

কর্মকর্তা বলেন, ‘আড়ংয়ের মতো একটি প্রতিষ্ঠানের মালিকপক্ষ অনেক টাকা এখানে বিনিয়োগ করেন। কিন্তু আউটলেটের অসাধু কর্মকর্তা এমন কাজ করে থাকেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া