adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাদের মোল্লার ফাঁসির পর নিহত ২৭, রোববার ১০

image_59631_0ঢাকা: জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে দলটির ডাকা  রোববারের হরতালেও চলেছে সহিংসতা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা। সহিংসতা ও সংঘর্ষে শনিবার রাত থেকে রোববারের হরতালে প্রাণ গেছে ১০ জনের। শনিবার জামায়াতের সহিংসতায় নোয়াখালী ও নীলফামারীতে ১০ জন নিহত হন। এ নিয়ে গত বৃহস্পতিবার রাতে রায় কার্যকরের পর থেকে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২৭ জন নিহত হলো  প্রাণ গেল।

হরতাল সমর্থকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটে চারজন ও জয়পুরহাটে আরো তিনজন নিহত হয়েছে।

জয়পুরহাটে সংঘর্ষ হয়েছে রোববার দুপুরের পর। তার আগে সকালে সীমান্তবর্তী আরেকটি জেলা লালমনিরহাটে পুলিশের সাথে সংঘর্ষে দু'জন নিহত হয়। লালমনিরহাটের পাটগ্রামে সংঘর্ষের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলছেন, সহিংসতায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন জামায়াত শিবিরের কর্মী। অন্যজন আওয়ামী লীগের।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াত ইসলামীর ডাকে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের সময় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরেও জামায়াত শিবির কর্মীদের হামলায় স্থানীয় একজন আওয়ামী লীগ সমর্থক নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।এর আগে, শনিবার মধ্যরাতে সিলেটেও আরো একজন নিহত হন।

পাটগ্রামে চারজন নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরেয়ার বাজারে আজ পৃথক সংঘর্ষে আওয়ামী লীগের নেতা এবং উপজেলা শিবিরের সভাপতিসহ চারজন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহত ব্যক্তিরা হলেন শিবিরের মনিরুল ইসলাম (২৫), আবদুর রহিম (২৬) ও সাজু মিয়া (২২)। এ ছাড়া আওয়ামী লীগের নেতা মিন্টু (৩০)।

তমির উদ্দিনের ছেলে মনিরুল পাটগ্রাম উপজেলা শিবিরের সভাপতি। পাটগ্রাম সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।

করিম আলীর ছেলে আবদুর রহিমও শিবিরের কর্মী বলে জানা গেছে। সাজু মিয়ার বাবার নাম মোক্তার আলী। তিনিও শিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ। মিন্টু পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক।

জয়পুরহাটে নিহত ২
জয়পুরহাটেও রোববার বিকেলে জামায়াত শিবিরের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম বলেছেন, সদর উপজেলার হালুত্তি গ্রামে হরতাল সমর্থকরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে এই সংঘর্ষ ঘটে এবং এক পর্যায়ে পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়।

তবে নিহতদের পরিচয় ও তারা গুলিতে প্রাণ হারিয়েছেন কি না সেবিষয়ে আলম কিছু বলতে রাজি হননি। এই ঘটনার পর সোমবার ভোর পর্যন্ত জয়পুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ভাঁটের মসজিদ এলাকায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলামকে (২৭) আজ রোববার বিকেলে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় মিরাজুলের সঙ্গে থাকা মাসুদ হোসেন নামে তার এক বন্ধুকে কুপিয়ে জখম করা হয় ।

নিহতের পরিবার ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের দাবি, জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা কয়েক মাস ধরে মিরাজুলকে হত্যার হুমকি দিয়ে আসছে। এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করেছে।

নিহত মিরাজুল রায়পুর পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি দেনায়েতপুর এলাকার সর্দার বাড়িতে। বাবার নাম আবুল কালাম।

সিলেটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিলেটের কানাইঘাট উপজেলায় গতকাল রাতে যুবলীগের নেতা নজরুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কানাইঘাট উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বজলার রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শিবিরের কর্মীরা কুপিয়ে নজরুল ইসলামকে হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে মামলা হবে।
 
সাতক্ষীরায় জামায়াত কর্মীর লাশ
সাতক্ষীরায় জামায়াত কর্মী হাবিবুর রহমান হবিকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে। রোববার সকালে কদমতলা বাজারের পাশ থেকে তার উদ্ধার করা হয়।

নিহত হাবিবুর সদরের আগরদাড়ি ইউনিয়নের জামায়াত কর্মী আকবর আলীর ছেলে।

সূত্র জানায়, রোববার সকালে হরতালের সমর্থনে পিকেটিং এর সময় শহরের কদমতলা বাজারের পাশে নিহতের লাশ পড়ে থাকে দেখে তার সহপাঠিরা পুলিশকে খবর দেয়। তার বুক ও মাথার একাধিক স্থানে গুলির ক্ষত রয়েছে।

নিহতের স্বজনরা জানান, গত তিনদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার খুলনার ডুমুরিয়া থেকে তাকে র‌্যাব আটক করেছে বলে মোবাইলে পরিবারকে জানানো হয় বলে পরিবারটি দাবি করে।

সাতক্ষীরায় অভিযান
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত কয়েকদিনের সহিংসতার পর আজ রোববার যৌথ বাহিনী সেখান অভিযান চালিয়েছে।
এ সময় সেখান থেকে ১২ জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন।
রাস্তা কেটে, সড়কের ওপর গাছের গুড়ি ফেলে জেলাটিকে গত কয়েকদিন ধরেই দেশের অন্যান্য জায়গা থেকে মোটামুটি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার পর অব্যাহত সহিংসতায় গতকাল শনিবারও নোয়াখালীতে ৬জন এবং নীলফামারীতে অন্তত ৫ জন নিহত হয়েছে।

তবে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে  দেয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করতে সরকার একের পর এক জামায়াত নেতৃবৃন্দকে 'হত্যা' করছে।

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে শনিবার, এবং এদিন উত্তরাঞ্চলীয় আরেক জেলা নীলফামারীতে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য অভিনেতা আসাদুজ্জামান নূরের গাড়িবহরে ১৮ দলীয় জোটের ব্যানারে একদল বিক্ষুব্ধ মানুষ হামলা চালায়। এতে নূরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বহু মানুষ আহত হয়। নিহত হয়েছে অন্তত ৫ জন। ওই হামলার পর রাতভর পুলিশ সংশ্লিষ্ঠ গ্রামগুলোতে অভিযান চালিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া