adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

image_75921_0 (1)ঢাকা: আন্তর্জাতিক আদালতে রাজনৈতিক শত্রুদের দমনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ দায়ের করেছে একটি ইসলামি মানবাধিকার সংগঠন। সম্প্রতি নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে (আইসিসি) এই অভিযোগ দায়ের করে তুরস্কভিত্তিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর ফ্রিডমস অব রাইটস। মঙ্গলবার বৃটিশ আইনজীবী টবি ক্যাডম্যান সংগঠনটির পক্ষে আদালতে এই অভিযোগটি দাখিল করেন। তাতে তিনি সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুলি, আটক ও বেসামরিক বিক্ষোভকারীদের নির্যাতনে সুস্পষ্ট কিছু অভিযোগ তুলে ধরেন। এই টবি ক্যাডম্যান মূলত আন্তর্জাতিকভাবে জামায়াতে ইসলামীর আইনি প্রতিনিধি হিসেবে পরিচিত। ২০১১ সালের শেষ দিকে গোলাম আযম-নিজামীদের পক্ষে লড়তে যুক্তরাজ্যের এই আইনজীবী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে ফিরিয়ে দেয়া হয়। অভিযোগে বলা হয়, ২০০৯ সালে প্রথম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারি বাহিনীর হাতে কয়েকশ মানুষ নিহত হয়েছে। কিন্তু সেসবের বিশ্বাসযোগ্য তদন্ত না হওয়ায় এবং গণমাধ্যম, আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো এসব অপরাধের প্রমান উপস্থাপন করতে না পারায়, এর সুনির্দিষ্ট সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে। ব্যাপক সহিংসতা, বিরোধীদের নির্বাচন বর্জন ও গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হওয়ার প্রায় এক মাস পর এই অভিযোগ দাখিল করা হলো। অভিযোগটি দাখিলের পর এ বিষয়ে তদন্ত করা হবে কিনা তা নিয়ে এখন সিদ্ধান্ত নেবেন আইসিসির প্রসিকিউটর ফতো বেনসৌদা। গত মঙ্গলবার নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক গবেষক তেজশ্রী থাপা বলেন, ‘গত জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। তবে এটি জানা কঠিন বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে আন্তর্জাতিক আদালতে তদন্ত হতে পারে কিনা।’ একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারকে বিরোধী দলের অভিযোগ করা নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচারবর্হিভূত হত্যাকাণ্ড এবং গুম-খুনের সঠিক তদন্ত করতেও আহ্বান জানান। এ বিষয়ে বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে গত মঙ্গলবার ঢাকায় দেয়া বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্য তুলে ধরে। সেদিন খালেদা জিয়া অভিযোগ করেছিলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর মোট ২৪২ জন বিরোধী কর্মী নিহত ও ৬০ জনকে গুম করা হয়েছে। এক্ষেত্রে তিনি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পত্রিকার রিপোর্টের উদৃতি তুলে ধরেন। বিষয়টি নিয়ে এপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর অফিসে যোগাযোগ করলে সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া