adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা

Faridpur_SATTJIT_sm_395582125ডেস্ক রিপোর্ট : প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিসের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে রাজধানীর পল্টন থানায় মামলা করেছে এক ব্যবসায়ী।
মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়। এর মামলা নম্বর ৩৮।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী কল্যাণমন্ত্রীর ততকালীন এপিএস সত্যজিত মুখার্জি গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথের পুরানা পল্টনের এনএসসি টাওয়ারের অফিসে যান। সেখানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তিনি বলেন, ‘এখুনি টাকা না দিলে ঢাকা শহরে ব্যবসা করতে দেয়া হবে না। আসামি মন্ত্রীর এপিএস হওয়ায় বাধ্য হয়ে তাকে নগদ ৭ লাখ টাকা দেয়া হয়। ওই টাকা নিয়ে যাওয়ার সময় আসামি তিনদিনের মধ্যে আরো ৩ লাখ টাকা রেডি রাখার জন্য বলে যায়। পরবর্তীতে ৮ জানুয়ারি পুনারায় অফিসে এসে ৩ লাখ টাকা নিয়ে যায়।’

বাদী মামলায় আরো উল্লেখ করেন, ‘তখন আসামি মন্ত্রীর এপিএস হওয়ায় এবং স্বশরীরে অফিসে হাজির হয়ে চাঁদা দাবি করাতে আমি মারাত্মকভাবে ঘাবড়ে যাই। বাধ্য হয়ে আসামি সত্যজিত মুখার্জিকে টাকা দেই। বর্তমানে ওই আসামি বিভিন্ন অপরাধে মন্ত্রীর এপিএস পদ থেকে চাকুরিচ্যুত হওয়াতে আমি সাহস করে থানায় মামলা দায়ের করেছি।’

তিনি এদেশের একজন নিরীহ ও শান্তিপ্রিয় নাগরিক এবং বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত সিআইপি বলেও মামলায় উল্লেখ্য করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া