adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দু’সপ্তাহের সফরে চার দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপাের্ট : জি-২০ দেশগুলোর রিসার্চ ও পলিসি এডভাইস নেটওয়ার্ক থিংক-২০’র (টি-২০) বার্ষিক সম্মেলন আগামী ২৬ ও ২৭ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২৫ মে টোকিওর উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানা গেছে।

টি-২০ সম্মেলনের পর প্রধানমন্ত্রী জাপান থেকে যাবেন সৌদি আরব। ইসলামি সম্মেলন সংস্থা ওআইসির ১৪তম সাধারণ অধিবেশন আগামী ৩১ মে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলন শেষে ৩ জুন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা দেশে ফিরে আসবেন, প্রধানমন্ত্রী যাবেন ফিনল্যান্ড। সেখানে ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির পরিবারের সাথে সময় কাটাবেন তিনি। প্রধানমন্ত্রী সেখানেই ঈদ উৎসব পালন করবেন বলে জানা গেছে।

৭ বা ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, এর মধ্যে তিনি লন্ডনে চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। এ মাসের প্রথম সপ্তাহে লন্ডনে চোখের অপারেশন করিয়েছেন তিনি। তবে এখনো চোখে কিছু সমস্যা অনুভব করছেন, গতকাল গণভবনে ইফতার মাহফিলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন সে কথা। সাধারণত ইফতার মাহফিলে সব টেবিলে গিয়ে অতিথিদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এবার চোখের সমস্যার কারণে তা সম্ভব হয়নি।

যতোদূর জানা গেছে, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেলে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড থেকে লন্ডন হয়ে ১০ বা ১১ জুন দেশে ফিরবেন।

তবে প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরের বিস্তারিত সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে তিনি জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে যাচ্ছেন, এটুকু নিশ্চিত হওয়া গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া