adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় থেকে বাঁচতে গাছ লাগানোর উদ্যোগ

image_56992_0হাইয়ানের মতো ঘূর্ণিঝড় থেকে ভবিষ্যতে বাঁচতে নতুন ম্যানগ্রোভ ফরেস্ট গড়ার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন৷ চলতি মাসের শুরুতে হাইয়ানের আঘাতে সেদেশে কয়েক হাজার মানুষ মারা গেছেন৷

ম্যানগ্রোভ ফরেস্ট যে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় লোকালয় রক্ষার দেয়াল হিসেবে কাজ করে, সেকথা অনেকেরই জানা৷ বিশেষ করে বাংলাদেশে সাইক্লোন সিডরের পর বিশেষজ্ঞরা বলেছিলেন, সুন্দরবন থাকায় দক্ষিণাঞ্চলের ক্ষতি অপেক্ষাকৃত কম হয়েছে৷ সিডর লোকালয় অবধি পৌঁছানোর আগেই তীব্রতা হারিয়েছিল সুন্দরবনের কারণে৷ পৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন৷

হাইয়ান আঘাত হানার পর এবার ফিলিপাইন্স সরকারেরও বোধদয় হয়েছে৷ সেদেশ তাই উপকূলসংলগ্ন এলাকাগুলোতে ম্যানগ্রোভ ফরেস্ট গড়ার উদ্যোগ নিয়েছে৷ প্রয়োজনে জনবসতি সরিয়ে হলেও এই বন তৈরি করা হবে, যা ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করবে৷ ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর মুখপাত্র হারমিনিও কোলোমা এই বিষয়ে বলেন, ‘‘পরিবেশ সুরক্ষায় ব্যাপক কর্মসূচির'' অংশ হিসেবে বন গড়ার উদ্যোগ নেয়া হয়েছে৷

ফিলিপাইনের পরিবেশমন্ত্রী রামোন পাজে দ্রুত গাছ লাগানোর দিকে গুরুত্বরোপ করেছেন৷ তিনি বলেন, ‘‘এ ধরনের বন গড়ে উঠতে পাঁচ থেকে সাত বছরের মতো সময় লাগে৷ তাই আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে৷''

দেশটির পরিবেশ মন্ত্রণলায় ইতোমধ্যে একটি ‘‘জিওহ্যাজার্ড ম্যাপ'' তৈরি শুরু করেছে৷ এই মানচিত্র থেকে ফিলিপাইন্সের দুর্যোগের শঙ্কায় থাকা এলাকাগুলো সম্পর্কে জানা যাবে৷

উল্লেখ্য, ফিলিপাইন্ চলতি মাসের শুরুতে টাইফুন হাইয়ানের আঘাতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ অনেকে এখনো নিঁখোজ রয়েছেন৷ সূত্র: এএফপি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া