adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরের ব্যাটে সিরিজে ফিরল পাকিস্তান

স্পাের্টস ডেস্ক : ফখর জামানের ব্যাটে সিরিজে ফিরল পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে তারা। পাকিস্তানের এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের প্রথম ম্যাচে ৪৭ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। দুবাইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।

শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচটিতে নিউজিল্যান্ডের দেয়া ২১০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে ছয় উইকেট হাতে রেখে জয় পায় পাকিস্তান। দলের পক্ষে ওপেনার ফখর জামান সর্বোচ্চ ৮৮ রান করেন। ৪৬ রান করেন বাবর আজম। নিউজিল্যান্ডের পক্ষে লকি ফার্গুসন ৩টি ও ইশ সোধি ১টি করে উইকেট শিকার করেন।

পাকিস্তান ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায়। ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমাম-উল-হক। এরপর ১০১ রানের পার্টনারশিপ গড়েন ফখর জামান ও বাবর আজম। ইনিংসের ২৯তম ওভারে ফখর জামান ও বাবর আজমকে ফিরিয়ে দেন লকি ফার্গুসন। এরপর ৩৩তম ওভারে শোয়েব মালিক ও ৩৮তম ওভারে সরফরাজ আহমেদ সাজঘরে ফিরে যান। তারপর মোহাম্মদ হাফিজ ও শাদব খান দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত থাকেন রস টেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন হেনরি নিকোলস। ২৮ রান করেন জর্জ ওয়ার্কার। পাকিস্তানের বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ৪টি, হাসান আলী ২টি, মোহাম্মদ হাফিজ ১টি ও শাদব খান ১টি করে উইকেট শিকার করেন।

ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী ১১ নভেম্বর। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর –

ফল: ছয় উইকেটে জয়ী পাকিস্তান।

নিউজিল্যান্ড ইনিংস: ২০৯/৯ (৫০ ওভার)

(জর্জ ওয়ার্কার ২৮, কলিন মুনরো ১৩, কেন উইলিয়ামসন ১, রস টেইলর ৮৬*, টম লাথাম ১, হেনরি নিকোলস ৩৩, কলিন ডি গ্র্যান্ডহোম ৩, টিম সাউদি ১৩, ইশ সোধি ১৩, ট্রেন্ট বোল্ট ১, লকি ফার্গুসন ১*; ফাহিম আশরাফ ০/২৬, শাহীন শাহ আফ্রিদি ৪/৩৮, হাসান আলী ২/৫৯, মোহাম্মদ হাফিজ ১/৩১, শাদব খান ১/২৫, ইমাদ ওয়াসিম ০/২৪)।

পাকিস্তান ইনিংস: ২১২/৪ (৪০.৩ ওভার)

(ইমাম-উল-হক ১৬, ফখর জামান ৮৮, বাবর আজম ৪৬, মোহাম্মদ হাফিজ ২৭*, শোয়েব মালিক ১০, সরফরাজ আহমেদ ১৩, শাদব খান ২*; ট্রেন্ট বোল্ট ০/৬০, টিম সাউদি ০/৪৮, লিক ফার্গুসন ৩/৬০, কেন উইলিয়ামসন ০/৭, ইশ সোধি ১/২১, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১৫)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া