adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া বৈঠক করলেন উপদেষ্টাদের সঙ্গে

উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করলেন খালেদানিজস্ব প্রতিবেদক : আগামী দিনে সরকাবিরোধী আন্দোলন, দলের সাংগঠনিক কার্যক্রমসহ বেশকিছু কর্মপরিকল্পনা ঠিক করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে তার নিজ রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত ৯টা থেকে বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১২টায়।
বৈঠক সূত্রে জানা যায়, সরকারবিরোধী আন্দোলনের রূপরেখাই ছিল বৈঠকের প্রধান আলোচ্য বিষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত উপদেষ্টা পরিষদের এক সদস্য জানান, বৈঠকে সামনের দিনগুলোতে সরকারবিরোধী আন্দোলনের রূপরেখার ধরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আন্দোলনে কিভাবে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে দলীয় প্রধান মতামত চেয়েছেন। আমরাও আমাদের মতামত উপস্থাপন করেছি।
তিনি আরও জানান, চেয়ারপার্সনের বৈঠকে ২৬ জন উপদেষ্টা অংশগ্রহন করেন। চেয়ারপার্সনের কাছে সবাই আলাদা আলাদা মতামত তুলে ধরেছেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা পরিষদের ওই সদস্য বলেন, ‘আন্দোলন শুরু হওয়ার ডেডলাইন নিয়ে আলোচনা হয়নি। এ বিষয়ে মেডামও (খালেদা জিয়া) কথা বলেননি আমরাও জানতে চাইনি।’
তবে সাংগঠনিক বিষয়ে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। এ বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, সাবিহ উদ্দিন আহম্মেদ, এ্যাডভোকেট জয়নাল আবেদিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, শওকত মাহমুদ, ফজলুর রহমান পটল, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জহিরুল আলম, খন্দকার শহিদুল, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এ্যাডভোকেট আহম্মেদ আজম খান, মুসফিকুর রহমান, এ্যাডভোকেট হারুন আর রশিদ, অধ্যাপক মাজেদ, মীর নাছির উদ্দিন, আব্দুল কাইয়ুম, মঞ্জুরুল আলম, ক্যাপ্টেন (অব.) সুজা প্রমুখ।
এ ছাড়া মঙ্গলবার দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব ও বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া