adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতের পাশে নেই বিএনপি

image_66234_0 (1)ঢাকা: একই জোটে থেকে সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনে এক সঙ্গে মাঠে থাকলেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের সাজার প্রতিবাদে জামায়াতে ইসলামীর কোনো কর্মসূচিতে পাশে থাকবে না প্রধান বিরোধী দল বিএনপি। আলাপকালে বাংলামেইলকে এমনটাই জানিয়েছেন বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা।

রোববার কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করেন। এরপরই সরকার আব্দুল কাদের মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যার দিকে এগিয়ে যাচ্ছে এমন অভিযোগ তুলে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াত। কিন্তু এ হরতালে বিএনপিকে পাশে পাচ্ছে না তারা।

নেতারা জানান, জামায়াতের এমন কর্মসূচিতে বিএনপির পাশে থাকার প্রশ্নই আসে না। এর আগেও যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে জামায়াত একাধিকবার হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বিএনপি সেই সব কর্মসূচিতে অংশগ্রহণ করা তো দূরের কথা সমর্থন পর্যন্ত জানায়নি। তাহলে এখন কেন সম্পৃক্ত হবে এমন প্রশ্ন রাখেন তারা। জামায়াত নিজেদের মতো কর্মসূচি দিয়েছে, তা তাদের মতো পালন করবে বলেও তারা জানান।

এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘জামায়াত বিএনপির সঙ্গে জোটভুক্ত হলেও তারা আলাদা একটি রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে তারা যে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারে। সে স্বাধীনতা তাদের আছে। তারা যে জন্য কর্মসূচি দিয়েছে তাতে আমাদের ভিন্ন মত থাকাই স্বাভাবিক। বিএনপি একমত হলে তো একসঙ্গেই কর্মসূচি দিতে পারতো এবং একসঙ্গে পালন করতো। অতীতে কি কখনো এমন হয়েছে?’

তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই বলে এসেছি বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে তা যেন স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকমানের হয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যেন বিচার না করা হয়।’

তবে আন্তর্জাতিক সংগঠনগুলো মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বলে তিনি মন্তব্য করেন।

১৮ দলীয় জোটের অবরোধ চলাকালেই জামায়াত হরতাল দিয়েছে। এখন বিএনপি জামায়াতের আন্দোলনের পাশে থাকবে কি না এমন প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু বাংলামেইলকে বলেন, ‘অবরোধ ১৮ দলের পূর্ব ঘোষিত কর্মসূচি। তা পালন করা হচ্ছে। এরই মধ্যে জামায়াত হরতাল ঘোষণা দিয়েছে। আসলে জামায়াত আলাদা রাজনৈতিক দল। তারা তাদের সমস্যা নিয়ে নিজস্ব কর্মসূচি দিতেই পারে, এতে অসুবিধা নেই। এখন যদি সোমবার সিপিবি তাদের সমস্যা নিয়ে হরতাল কর্মসূচি দেয়, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। জামায়াতের হরতালে বিএনপির পাশে থাকার প্রশ্ন আসে কেন?’

১৮ দলের অবরোধ কর্মসূচির মধ্যে জামায়াত হরতালে সহিংসতা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তখন এর দায় বিএনপির উপর আসতে পারে এমন কথার প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার তো প্রতিদিনই সহিংসতা ঘটাচ্ছে। নতুন করে কী সংর্ঘষ ঘটবে? সরকার যখন ফ্যাসিস্ট সন্ত্রাসী তখন আলাদ করে কারো সংঘর্ষ করার দরকার নেই।’

উল্লেখ্য, এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের রায়ের প্রতিবাদে ডাকা হরতাল ও বিক্ষোভ কর্মসূচিতে অনেকটাই চুপ থেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া