adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়

Zimbabuyeক্রীড়া প্রতিবেদক : তিনটি ওয়ানডে আর দু’টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে সোমবার (০২ নভেম্বর) বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে সিরিজে অংশ নিতে সোমবার বিকেল ৫টা ৮ মিনিটে ঢাকায় পৌঁছে এলটন চিগুম্বুরা বাহিনী।
এমিরেটস এয়ারলাইন্সে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সফরকারী দলটি।
আগামী ৫ নভেম্বর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ শেষে ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডেতে টাইগারদের মোকাবেলা করবে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬ নভেম্বর দেশে ফিরবে সফরকারীরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ না হওয়ায় আর জিম্বাবুয়ের ফাঁকা সূচি থাকায় নভেম্বরেই আমন্ত্রণ জানানো হয় দলটিকে।
জিম্বাবুয়ে ঢাকা পৌঁছে সোমবার বিশ্রাম নিতে টিম হোটেলে থাকবে। ৩ ও ৪ নভেম্বর মিরপুরে অনুশীলন করবে সফরকারী জিম্বাবুয়ে দল। ৫ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তারা।

গত বছর সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। সেবার সিরিজের টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারী দলটি। 
বাংলাদেশ  সফরের জন্য আগেই ১৬ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন লেগস্পিনার গ্রায়েম ক্রেমার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেগিস চাকাভা।
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিবাবা, টেন্ডাই চিসারো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, শন উইলিয়ামস। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ নভেম্বর দেশে ফিরে যাবে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া