adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধু মুসলমান নয়, সংখ্যালঘুদের উপরও মিয়ানমার নির্যাতন চালাচ্ছে

NEWS-24ডেস্ক রিপাের্ট : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন মানবতার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবির) উপাচার্য ড. এম ওয়াহিদুজ্জামান।  

 আজ শনিবার সকালে ইস্ট-ওয়েস্ট মিডিয়ার কনফারেন্স কক্ষে 'রোহিঙ্গা সংকটের শেষ কোথায়' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। দেশের আলোচিত এই ইস্যু নিয়ে বৈঠকটির আয়োজন করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোর।  

উপাচার্য ড. এম ওয়াহিদুজ্জামান বলেন, শুধু মুসলমান নয়, এই নির্যাতন সংখ্যালঘুদের উপর। যেখানে মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ও হিন্দুরাও নির্যাতিত হচ্ছেন। এটা একটা মানবিক বিপর্যয়। এই বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে পার্শ্ববর্তী দেশ ভারতের ও চীনের সহযোগিতা নিতে হবে। তবে এক্ষেত্রে ভারতের সহযোগিতা নেওয়া বেশি সহজ হবে। 
 
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত আছেন, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, জিএম কাদের, আবুল হাসান চৌধুরী, ওয়ালিউর রহমান, ইনাম আহমেদ, নজরুল ইসলাম, মেজর (অব.) আখতারুজ্জামান, স্থপতি মোবাশ্বির হোসেন, ড. বদিউল আলম মজুমদার, কর্নেল (অব.) জাফর ইমাম প্রমুখ।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া