adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ নারী ক্রীড়াবিদ আত্মহত্যার পথ বেছে নেন পুরুষ খেলোয়াড়দের অত্যাচারে

1432384658eemtnews24স্পোর্টস ডেস্ক : প্রায় এক মাস আগে নির্যাতনের শিকার হয়েছিলেন প্রতিবেশী দেশ ভারতের চার নারী অ্যাথলেট৷ এ ঘটনার জেরে একজন প্রাণ হারান ও আরো তিনজন গুরুতর আহত হন৷ শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফেরেন আহতরা। এদিনই জাতীয় মানবাধিকার কমিশনের নিজেদের উপর হেনস্তার বিস্তারিত বর্ণনা দিলেন ওই তিন অ্যাথলেট৷

সাইয়ের সিনিয়র অ্যাথলেটদের ক্রমাগত মানসিক ও শারীরিক অত্যাচারের জেরেই বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন শিল্পা, সবিথা সন্তোষ ও ক্রিসা জ্যাকব৷ চিকিতসার মাধ্যমে জীবন ফিরে পান তারা।

তাদের সমস্ত বয়ান রেকর্ড করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন সিরিয়াক জোসেফ ও ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আইআর কুরিলস৷ এ ঘননায় বেশ নড়েচড়ে উঠেছে ভারতের অ্যাথলেট ভূবন। পাশাপাশি অ্যাথলেট পরিবার, সাইয়ের আধিকারিক ও ডিসট্রিক্ট কালেক্টরের বক্তব্যও রেকর্ড করা হয়েছে৷

এ তিন অ্যাথলেট বয়ানে জানিয়েছেন, দিত্তিমল ভারঘিস, থারা কুরেইন, চিপ্পি কুরেইন, অনুশা বিজু, এ অশ্বিনি ও নিথ্যরা তাদের মানসিক ও শারীরিক অত্যাচার করতেন৷ এ অত্যাচারের সঠিক বিচার প্রার্থনা করছেন তারা। একই সাথে দেশটির মানবাধিকার কর্মীরাও সোচ্চার হয়েছেন এ ইস্যুতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া