adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়বাংলা স্বাধীনতার স্লোগান – আ’লীগ আসল জাতীয়তাবাদী দল : জয়

sajib-wazed-joy-news(1)নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের আসল জাতীয়তাবাদী দল হচ্ছে আওয়ামী লীগ। দেশের স্বার্থে বিশ্বের কোনো দেশের কাছে দলটি মাথা নত করে না। চাপের মুখেও যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে না।
বুধবার সন্ধ্যায় রাজধানীতে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস ও ষড়যন্ত্র বনাম উন্নয়ন ও গণতন্ত্র’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
জয় দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশের কিছু মানুষ সেই দলের জন্য মুখে জয় বাংলা বলতে লজ্জা পায়। এটা তো উল্টো লজ্জার বিষয়। জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান নয়। জয় বাংলা হচ্ছে আমাদের স্বাধীনতার স্লোগান। জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান।’
‘যে ব্যক্তি জয় বাংলা বলতে লজ্জা পাবে সে বাঙালী নয়। সে বাঙালী হতে পারে না’- মন্তব্য জয়ের।
বিএনপির নামের বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আজ যারা নিজেদের দলের নাম জাতীয়তাবাদী দিয়েছে, তারা কী করছে? তারা কখনো দেশের জন্য কাজ করেনি। তারা দেশের স্বাধীনতাবিরোধীদের, রাজাকারদের নিয়ে জোট করে রাজনীতি করছে।’
‘যুদ্ধাপরাধীদের (গাড়িতে) জাতীয় পতাকা দিয়ে যারা রাজনীতি করে, ৩০ লাখ মানুষকে হত্যাকারীদের নিয়ে যারা রাজনীতি করে, তারা কি কখনো জাতীয়তাবাদী হতে পারে’— প্রশ্ন রাখেন এ আওয়ামী লীগ নেতা।
সরকারের বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে জয় বলেন, ‘প্রথমে অনেকে মনে করেছিল মাত্র পাঁচ বছরে কোনো সরকারের পক্ষে বিদ্যুতের সমস্যা সমাধান করা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এ সময়ের মধ্যে সমস্যার সমাধান করে দেখিয়েছে।’
সন্ত্রাসের বিষয়ে তিনি বলেন, ‘গেল তিন মাস এবং গত এক বছর আগে সন্ত্রাসী কায়দায় সাধারণ মানুষকে কীভাবে মেরেছে আপনারা দেখেছেন। তখন দেশের মানুষের মধ্যে আকুতি উঠেছিল আওয়ামী লীগ সরকার কী করছে? আমাদের এ সন্ত্রাস থেকে বাঁচান। আমরা বলেছিলাম, এ সন্ত্রাস আমরা কঠোর হাতে দমন করব। সেই সন্ত্রাস দমন করেছি, সফল হয়েছি।’
ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, ‘পঁচাত্তরেও দেখেছি কারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল। ২০০৭ সালেও দেখেছি কারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চেয়েছিল। এখনো তারা তাদের প্রচেষ্টা ছাড়েনি। এখনো তারা প্রচেষ্টায় আছে, আহা! দুই দিনের জন্যও যদি গাড়িতে পতাকা নিয়ে ঘুরতে পারি।’
‘কিছু কিছু মিডিয়া আছে তারা পছন্দ করে না কোনো রাজনৈতিক দল এগিয়ে যাক, ক্ষমতায় থাকুক, দেশকে এগিয়ে নিয়ে যাক। তাদের চোখ নিজেদের ক্ষমতার দিকে। কারণ তারা কখনো মানুষের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। তাদের পছন্দ ষড়যন্ত্র’- বলেন জয়।
‘বাংলাদেশ এখন সক্ষম রাষ্ট্র’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘কয়েক দিন আগে বিশ্বের একটি মহান রাষ্ট্রের প্রতিনিধি এসেছিলেন প্রধানমন্ত্রীর কাছে। ওই প্রতিনিধি বাংলাদেশের এত প্রশংসা করছিলেন যে, একপর্যায়ে প্রধানমন্ত্রী আমার কানে কানে বলছিলেন, কী ব্যাপার এত প্রশংসা কেন?’
জয় উল্লেখ করেন, ‘একপর্যায়ে ওই বিদেশী প্রতিনিধি প্রধানমন্ত্রীকে বলেন, আপনাদের জন্য আমরা কী করতে পারি। আপনারা কী চান? তখন প্রধানমন্ত্রী তাকে উত্তর দিয়েছিলেন, আমাদের কিছুই চাই না। আমরা ভাল আছি।’
তবে, কোন দেশের কোন প্রতিনিধির সঙ্গে এমন কথা হয়েছিল তা উল্লেখ করেননি সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে ‘সুচিন্ত ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, সাহিত্যিক শামসুল হক, শোলাকিয়ার ইমাম ফরিদ উদ্দিন মাসউদ, সাংবাদিক মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সজীব ওয়াজেদ জয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া