adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চোটের থাবায় আবারও মাঠের বাইরে বেনজেমা

Benzema+1স্পোর্টস ডেস্ক : চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে পড়লেন করিম বেনজেমা। এবার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার।

গত শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে বিরতির পর আর মাঠে নামেননি বেনজেমা।

সোমবার এক বিবৃতিতে রিয়াল জানায়, পরীক্ষায় বেনজেমার ডান পায়ের পেশিতে চোট ধরা পড়েছে।

এই চোটের কারণে বেনজেমাকে কতদিন বাইরে থাকতে হতে পারে, তা অবশ্য জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে স্পেনের গণমাধ্যমের খবর, ৩ থেকে ৪ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে ২৮ বছর বয়সী এই তারকাকে।

নিতম্বের চোটে গত সপ্তাহে মালাগার বিপক্ষে ম্যাচেও খেলেননি বেনজেমা।

রিয়ালের আক্রমণভাগের আরেক তারকা গ্যারেথ বেল চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে আছেন।

গণমাধ্যমের খবর সত্যি হলে লা লিগায় লেভান্তে, সেল্তা ভিগো, লাস পালমাস, সেভিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে রোমার বিপক্ষে দলের আক্রমণের ভার একাই সামলাতে হবে ক্রিস্তিয়ানো রোনালদোকে।
আতলেতিকোর কাছে সবশেষ হারে লিগের শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। দ্বিতীয় স্থানে থাকা দিয়েগো সিমেওনের দলের পয়েন্ট ৫৮। আর ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া