adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইউরোপীয় ইউনিয়নের একযোগে ২৭ দেশে টিকাদান শুরু

আন্তর্জাতিক ডেস্ক : একযোগে সদস্য ২৭ দেশে টিকাদান শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। রবিবার থেকে এই টিকাদান শুরু হয়েছে। করোনাভাইরাসের টিকা পুলিশি পাহারায় গোপন গুদামে রেখেছে জার্মানি।

মার্কিন সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের এই টিকা শুরুতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রাজনীতিবীদসহ যারা বেশি ঝুঁকিতে তাদের প্রদান করা হবে। খবর এসোসিয়েট প্রেসের

গণটিকা শুরুর একদিন আগে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিন বলেন, ‘করোনাভাইরাস ঠেকিয়ে এই টিকা আমাদের স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে আসতে সহায়তা করবে।’

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান বলেছেন, ‘এই টিকা করোনা মহামারিকে পরাস্ত করার মূল চাবিকাঠি।’

নির্দিষ্ট সময়ের আগেই জার্মানি, হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় করোনা টিকাদান শুরু হয়। জার্মানিতে শুরুতে করোনা টিকা দেয়া হয়েছে ১০১ বছরের বৃদ্ধাকে। স্থানীয় সময় শনিবার তাকে টিকা দেওয়া হয়।

প্রবীণনিবাসের ব্যবস্থাপক টোবিয়াস ক্রুয়েজার এএফপিকে বলেন, জার্মানির পূর্বাঞ্চলের সাক্সোনি-আনহাল্ট এলাকার ওই প্রবীণনিবাসে ৪০ জন বাসিন্দা ও ১০ জন কর্মী রয়েছেন। তাদের সবাইকে টিকা দেওয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া