adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া স্মৃতিসৌধে যাবেন পরিস্থিতি বুঝে

news_img (3)নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাভারের স্মৃতিসৌধে যাবেন কি না তা পরিস্থিতির উপর বিবেচনা করে যেটা সম্ভব সেটাই করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। 
বুধবার সকালে গুলশানস্থ সিঙ্গাপুর অ্যাম্পাসিতে দেশটির স্থপতির মৃত্যুতে শোক বই স্বাক্ষর শেষে সাংবাদিকদেরকে তিনি একথা জানান। এসময় বিএনপি সিটি কপোরেশন নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের এখনো অনেক সময় আছে। সময় হলে দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হবে।
কোনো প্রার্থীকে সমর্থন দেয়া হবে নাকি দলীয় প্রার্থী দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় নির্বাচনে আইন গত দিক থেকে দলের কোন সিদ্ধান্ত দেয়া যায়। এরপরও কাকে সমর্থন দিবে তা সময় হলে জানানো হবে।
ড. মঈন খান আরো বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে সিঙ্গাপুরের স্থপতির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করতে এসেছিলাম। খালেদা জিয়ার পক্ষ থেেেক স্থাপতির মৃত্যুতে একটি শোক বার্তা দিয়েছি। এসময় চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া