adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্লেয়ার্স ড্রাফট ২৫ অক্টোবর, বিপিএল শুরু ৫ জানুয়ারি – এবার বিপিএলে ডিআরএস পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক : এবার বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) নতুন সংযোজন ডিআরএস পদ্ধতি। আগামী জানুয়ারি (২০১৯) মাসে অনুষ্ঠিতব্য বিপিএলের আসরে সংযোজন হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের বৈঠকে উভয় পক্ষ এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়।

আম্পায়ারিং নিয়ে বিপিএলে খুব বেশি বিতর্ক দেখা যায়নি। তারপরও আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। ইনিংসে একটি করে রিভিউ নেয়ার সুযোগ পাবেন দলগুলো। প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার রাখার বিষয়টিও চূড়ান্ত হয়েছে।

শনিবার মিরপুরে সভা শেষে সংবাদমাধ্যমকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এসব তথ্য জানান। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।

আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। চলতি বছরের অক্টোবরে শুরুর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে তিন মাস পিছিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।

স্থানীয় ও বিদেশি মিলে ৪ জন ক্রিকেটার রিটেইন করতে পারবে দলগুলো। তাদের বাইরে গত আসরের ড্রাফটে যেসব খেলোয়াড় ছিলেন তাদের সবাইকে তোলা হবে ড্রাফটে। এর বাইরে দুজন করে বিদেশি ক্রিকেটারকে দলে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা যাবে বলে জানান মল্লিক।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা মারা হওয়ায় তার আসনটি ফাঁকা রয়েছে। তবে কাজ চালিয়ে নিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বিসিবি পরিচালক শেখ সোহেলকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া