adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানে সাপ, আতঙ্কিত যাত্রীরা (ভিডিও)

snake_in_planeআন্তর্জাতিক ডেস্ক : বিমানের লাগেজের তাকে (বিন) লুকিয়ে ছিল এক মিটার লম্বা একটি বড়সড় সাপ। বিমানটি যখন মাঝ আকাশে উড়ছিল তখন যাত্রীদের উঁকি দিয়ে দেখছিল সাপটি।

হঠাত করে সাপটি লাগেজ বিন থেকে মেঝেতে পড়ে যায়। যা দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা। অনেকেই নিজেদেরকে কম্বলের আড়ালে ঢেকে ফেলেন।

তবে বিমানটিকে বিশেষ ব্যবস্থায় অবতরণ করানোর পরই উদ্ধারকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

রয়টার্সের খবরে বলা হয়, গত রোববার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় টরিয়ন শহর থেকে রাজধানী মেক্সিকো সিটিগামী অ্যায়ারোমেক্সিকো বিমানের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

ফ্লাইটটির যাত্রী টরিয়েন শহরের শিক্ষক ইন্ডালেচিও মেডিনা সাপটির উকি দেয়ার ভিডিওচিত্র ধারণা করে তা টুইটারে পোস্ট করেন। যা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরে পরিণত হয়।

মেডিনা বলেন, আমি ম্যাগাজিন পড়ছিলাম। তখন আমার পাশের একজন যাত্রী সাপটি দেখতে পেয়ে 'ওরে আমার দুনিয়া' বলে চিৎকার করে ওঠেন।

সবুজ রংয়ের সাপটি আনুমানিক এক মিটার লম্বা ছিল। মেডিনা বলেন, সাপটি লাগেজ বিন থেকে নিচে পড়ে যাওয়ার আগেই যাত্রীরা নিজেদের কম্বল দিয়ে ঢেকে ফেলে। পরে এটি পড়ে যাওয়ার পর পঞ্চম এবং ষষ্ঠ সারির আসনের মাঝে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সহযোগিতায় কম্বল দিয়ে জাপটে ধরে।

মেডিনা বলেন, বিমানের পরিস্থিতি ছিল অত্যন্ত ভীতিকর। কিন্তু যাত্রীরা সবাই শান্ত ছিল। কারণ কারও পক্ষেই উড্ডয়নরত বিমান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ ছিল না।

এদিকে অ্যায়াম্যাক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা জানার পরপরই এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকরা বিমানটিকে রাজধানীতে 'অগ্রাধিকার ভিত্তিতে' অবতরণের সুযোগ দিতে একটি রুট তৈরি করে দেন। তবে এটি 'জরুরি অবতরণ' ছিল না।

এয়ারলাইনটি জানিয়েছে, কিভাবে ফ্লাইটে সাপটি প্রবেশ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

https://www.youtube.com/watch?v=zTJK_PQXlug

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া