adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতভর ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

aricaডেস্ক রিপোর্ট : ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর থেকে ধামরাইয়ের কালামপুর পর্যন্ত প্রায় ২০ কি.মি এলাকায় রাজধানীমুখী যানবাহনের চাপে তীব্র যানজট সৃষ্টি হয়। এসময় যানজটে মহাসড়কটির দুই পাশে আটকা পড়ে হাজারো যানবাহন।

ঈদ শেষে মানুষের কর্মস্থল রাজধানীতে ফেরাকে কেন্দ্র করে মহাসড়কটিতে গাড়ির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শুক্রবার সন্ধ্যার পর গভীর রাতে এই যানজট তীব্র হয়ে ওঠে। আর যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে মহাসড়কে রাত্রী যাপন করে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, মানুষের রাজধানীতে ফেরাকে কেন্দ্র করেই মহাসড়কটিতে গাড়ির চাপ বেড়েছে। আর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এই যানজট তীব্র আকার ধারণ করে। ফলে মহাসড়কটিতে যানজট নিরসনে তাদের বাড়তি ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তবে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া