adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাগি আসামি রক্ষা করল পুলিশকে

1411471452kz9gf3muআন্তর্জাতিক ডেস্ক : বন্যায় ডুবে গেছে কাশ্মীরের শ্রীনগর এলাকা। পুলিশ আর অপরাধীর সম্পর্ক আদায়-কাঁচকলায়। অপরাধীকে বাগে পেলে পুলিশ যেমন গারদখানায় পোরে ঠিক তেমনি অপরাধীও সুযোগ পেলে পুলিশকে নাস্তানাবুদ করতে ছাড়ে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্যায় দেখা গেছে এমরই এক চিত্র। বন্যার পানিতে বিপদগ্রস্ত পুলিশকে স্বেচ্ছায় সহযোগিতা করেছে অপরাধীরা। এর মধ্যে দাগি আসামিও ছিল। গত মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে এমন খবর জানানো হয়েছে। খবরে জানানো হয়, ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীনগরের প্রায় সব থানায় বন্যার পানি ছিল। নিরুপায় হয়ে হাজতের বন্দীদের নিয়ে পুলিশ থানা ভবনের ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়। এর মধ্যে অনেক পুলিশ সদস্য সাঁতার কাটতে জানে না। বিচ্ছিন্ন হয়ে গেছে সঙ্গে থাকা মুঠোফোন। ওয়্যারলেসও বিকল। বিদ্যুত সরবরাহ নেই। বন্যার পানিতে জেনারেটর ডুবে যাওয়ায় বিদ্যুত পাওয়ার বিকল্প পথও বন্ধ। এমন পরিস্থিতিতে একমাত্র সহযোগী ছিল সঙ্গে থাকা হাজতিরা। চারদিন ধরে শাহিদগঞ্জ থানার হাজতের বন্দীরা ছাদে আশ্রয় নিয়েছেন। আর সেখান থেকে কিছুটা দূরে কুখ্যাত অপরাধী ফায়াজের বাড়ি। ফায়াজ নিজের জীবন বাজি রেখে পানিতে নেমে বেশ কয়েকজন পুলিশ সদস্যের জীবন বাঁচিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, একসময় পুলিশের কবজা থেকে পালানো এক চোরও তাদের সহায়তা করেছে। বন্যায় এক ভবনের ছাদে আটকে পড়েছিল একটি পরিবার।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা চিন্তা করছিলাম যে, কীভাবে ওই ভবনের ছাদে উঠে বিপদগ্রস্ত ব্যক্তিদের বাঁচাব। কিন্তু চোরটি তখন আমাদের দেখাল কীভাবে দড়ি বেয়ে ওপরে ওঠা যায়। পরে ওই চোরই ছাদ থেকে পরিবারটিকে উদ্ধার করে। গত রোববার সকালে ঝিলম নদীর পানি বেড়ে শ্রীনগর প্লাবিত হয়। ওই দিন সন্ধ্যার মধ্যে শ্রীনগরের সদর পুলিশ স্টেশন, জওহর নগর, বেমিনা, রাজবাগ, বাতামালো থানায় বন্যার পানি ঢুকে প্লাবিত হয়। তলিয়ে যায় রাজবাগ ও করন নগরের থানার দোতলা ভবন বন্যার পানিতে। পুলিশ কর্মকর্তারা জানান, ৩৫টি থানার মধ্যে কেবলমাত্র হারওয়ান থানার কাজকর্ম চলে। এ অবস্থায় পুলিশকে সহায়তা করেন জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিতৃ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া