adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিমিয়ার ক্রিকেট লিগ ৭ এপ্রিল মাঠে গড়াবে

BCBক্রীড়া প্রতিবেদক : আগামী মাসের ৭ এপ্রিল মাঠে গড়াবে ২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ৮ মার্চ বুধবার মিরপুরে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ক্লাব প্রতিনিধিদের সভা শেষে এই তথ্য জানা গেছে।

আগের প্লেয়ার বাই চয়েজের পরিবর্তে এবার লিগটি হবে উন্মুক্ত পদ্ধতিতে। দলবদলের সম্ভাব্য তারিখ ১৭ ও ১৮ মার্চ। আগামী রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সভা শেষে বিস্তারিত জানাবে সিসিডিএম।

বুধবার বিসিবি কার্যালয়ে সিসিডিএম’র ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দলবদলের সম্ভাব্য তারিখ ১৭-১৮ মার্চ। খেলা শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে। ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হলো। এবার উন্মুক্ত পদ্ধতিতে  দলবদল করবে ক্লাবগুলো।’

আগের মতোই জাতীয় দলের খেলোয়াড়দের পুল থাকবে। তবে কোন খেলোয়াড় কোন স্তরে থাকবে সেইসব ঠিক হয়নি এখনো। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জাতীয় দলের জন্য পুল থাকবে। তবে সেটা এখনও নির্বাচন করা হয়নি। যেহেতু জাতীয় দলের খেলা রয়েছে, বৃষ্টি এবং বিভিন্ন কারণে খেলা আমরা বেশি পেছাতেও পারছি না। রোজা এসে যাচ্ছে সামনে। ক্লাবগুলো মোটামুটি রাজি হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা না থাকলেও তারা খেলবে।’

আগামী ৬ এপ্রিল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দিতে পারবেন লিগের শুরু থেকেই। তবে সুপার লিগ পর্ব থেকে জাতীয় দলের ক্রিকেটারদের পাবে না ক্লাবগুলো। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে লাল-সবুজরা।

মোট তিনটি ভেন্যুতে গড়াবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপির-২ ও ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে খেলা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া