adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রী রূপাও কি বিজেপি ছেড়ে তৃণমূলে ভিড়ছেন?

বিনোদন ডেস্ক : বহু বছর ধরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত টলিউড অভিনেত্রী রূপা গাঙ্গুলী। বর্তমানে দলটির জাতীয় কর্মসমিতির সদস্য তিনি। তবে গেরুয়া শিবিরে ইদানিং তার দেখাই মিলছে না। যদিও সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী দাবি করেছেন, তিনি বিজেপিতেই রয়েছেন।

কিন্তু দলের কোনো কর্মসূচিতে ইদানীং দেখা যাচ্ছে না রূপাকে। বরং সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে তাকে দেখা যায় এক অনুষ্ঠানে। সেই থেকে শুরু জল্পনা। বাবুল সুপ্রিয় ও অর্জুন সিংয়ের পর রূপাও নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন! যদিও রূপা এবং কুণাল ইতোমধ্যে ওই সাক্ষাৎকে ‘ব্যক্তিগত এবং সৌজন্যমূলক’ দাবি করেছেন।

কিন্তু তাতে জল্পনা থামেনি। উল্টো জল্পনা আরও জোরালো হয়েছে বৃহস্পতিবার তৃণমূলের মেগা সমাবেশের আগে। তৃণমূলের একটা অংশের দাবি, বৃহস্পতিবার (২১ জুলাই) তৃণমূলের সমাবেশে থাকতে পারেন বিজেপির রূপা। আসলেই কি তাই? এ প্রসঙ্গে রূপা সংবাদমাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘সবাই বিক্রি হয় না!’

যদিও তাকে কাছে টানার চেষ্টা করেছিল কিনা পশ্চিমবঙ্গের শাসক শিবির তৃণমুল, সে প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গেছেন অভিনেত্রী।

তবে এটা অনস্বীকার্য যে, অভিনয় থেকে রাজনীতিতে আসা রূপার রাজনৈতিক জীবন হঠাৎ কিছুটা থমকে গেছে। ২০১৫ সালে বিজেপিতে যোগদানের পর প্রথমে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ও পরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। মাঝে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন।

কিন্তু হাওড়া উত্তর কেন্দ্রে পরাজিত হন তৃণমূলের প্রার্থী সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার কাছে। বিজেপি অবশ্য সেই বছরের অক্টোবরেই রূপাকে রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় পাঠায়। চলতি বছরের ২৪ এপ্রিল সেই মেয়াদ শেষ হয়েছে।

দিল্লির বাংলো ছেড়ে বর্তমানে পাকাপাকি ভাবে কলকাতায় চলে এসেছেন রূপা। দ্বিতীয়বার রাজ্যসভায় যাওয়ার কথা কি ভাবছেন? রূপা বলেছেন, ‘মনোনীত সদস্য হিসাবে একজনকে দুইবার রাজ্যসভায় পাঠানোর নজির নেই। শুধু শুধু ভাবতে যাব কেন?’

কিন্তু এখন রাজ্য বিধানসভায় বিজেপির যা শক্তি, তাতে তো নির্বাচিত হয়েও যাওয়া যায়? রূপা বলেন, ‘আমি সে ভাবে কখনও চিন্তা করে দেখিনি। অনেক দিন দিল্লিতে কাটিয়েছি। এখন বাড়ির দিকে একটু নজর দিতে হয়েছে। বৃদ্ধা মায়ের দেখাশোনা করা আমার বড় দায়িত্ব।’

সাবেক সংসদ সদস্য রূপাকে অবশ্য পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তবে কি রাজনীতিতেই আর দেখা যাবে না তাকে? রূপা বলেন, ‘নিশ্চয়ই দেখা যাবে। দল যখন যেমন বলবে, তেমন ভাবে কাজ করব। দলে তো সবাইকে পদ দেওয়া যায় না। কাউকে কাউকে তো পদ ছাড়াও কাজ করতে হয়। দলের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। বিভিন্ন কর্মসূচিতেও যাই।’

কিন্তু জাতীয় কর্মসমিতির বৈঠকে তো তাকে দেখা যায়নি। রূপার জবাব, ‘সেটা শারীরিক কারণে। দলকে আগেই জানিয়েছিলাম। পায়ের একটা সমস্যায় এখনও ভুগছি। একটু সুস্থ হয়ে গেলেই আবার কাজে নামব। সামনে পঞ্চায়েত নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন রয়েছে। সেই প্রচারে অংশ নেব।’

বিজেপির দুই সংসদ সদস্য বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর অনেককে নিয়েই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনায় রূপার নামও শোনা যাচ্ছে। রূপা অবশ্য মনে করেন, ‘জীবনে একটাই রাজনৈতিক বিশ্বাস থাকা উচিত। সেই বিশ্বাস নিয়েই সারাজীবন কাজ করে যেতে চাই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া