adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেনাল্টি সমস্যায় হতাশ মেসি

Messi1428993665স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি চলতি মৌসুমে পেনাল্টি সমস্যায় খুবই হতাশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন গোলরক্ষকরা তার ট্যাকটিকসগুলো বুঝে ফেলছে। আর সে কারণে পেনাল্টি থেকে খুব ভালো ফল পাচ্ছেন না তিনি। তাই এই বিষয়টি নিয়ে তিনি খুবই হতাশ।
 
চলতি মৌসুমে মেসি বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে চারটি পেনাল্টি মিস করেছেন। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার সিটির বিপক্ষে, কোপা ডেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এবং প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পেনাল্টি মিস করেন তিনি। তারপরও মেসি দাবি করেছেন তিনি এখনো বিশ্বের ১ নম্বর স্পট-কিক টেকার। তবে পেনাল্টি থেকে আরো বেশি গোল করে তার রেকর্ডকে আরো সমৃদ্ধ করতে চান তিনি। মেসি মনে করেন গোলরক্ষকরা তার পেনাল্টির বিষয় নিয়ে বেশি বেশি হোমওয়ার্ক করছে। সে কারণেই তারা রুখে দিতে পারছে তার পেনাল্টি।
 
এ বিষয়ে মেসি বলেন, ‘ক্লাব ও জাতীয় দলের হয়ে অনেকগুলো পেনাল্টি মিস করায় খুবই হতাশ। আমি বার্সার মনোনীত পেনাল্টি টেকার। কিন্তু যখন গোলরক্ষকরা পেনাল্টি নিয়ে বেশি বেশি কাজ করে তখন তারা আপনার ধারণা সম্পর্কে জানতে পারে। তবে এটা সত্য যে একটি ভালো পেনাল্টি রুখে দেওয়া খুবই কঠিন। কিন্তু পেনাল্টি নেওয়াটা খুবই জটিল।’
 
তিনি আরো বলেন, ‘এগুলো অবশ্য ফুটবলেরই অংশ। কিন্তু এটা সত্য যে আমি বেশ কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে। যখন গোলটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ঠিক সে সময়ে আমি পেনাল্টি মিস করেছি। কিন্তু ফুটবলের সবকিছুর মতোই আমরা ভাগ্যবান যে প্রতি তিনদিনে আমাদের একটি করে ম্যাচ থাকে। তাই কোন ম্যাচে কি ঘটল সেটা নিয়ে অনুতাপ করার সময় থাকে না।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া