adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বাসে হামলাকারীদের বিচার দাবি বিএনপির

salah-uddinনিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে বর্বরোচিত পেট্রোলবোমা হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিচার দাবি করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মঙ্গলবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২০ দলীয় জোটের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, সরকার চলমান গণতান্ত্রিক আন্দোলনকে কলুষিত করার জন্য এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য নাশকতামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে। চলমান গণতন্ত্র মুক্তি আন্দোলনকে নাশকতা ও সহিংস এবং জঙ্গি কর্মকাণ্ড হিসেবে দেশে বিদেশে উপস্থাপনের মাধ্যমে অবৈধ সরকারের পক্ষে সহানুভূতি অর্জনের দানবীয় কৌশল অবলম্বন করা হচ্ছে।
বিবৃতিতে প্রত্যেকটি পেট্রোলবোমা নিক্ষেপসহ অন্যান্য নাশকতামূলক ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। তবে নিরপরাধ কোনো ব্যক্তিকে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এ সমস্ত ঘটনার শিকার বানানো না হয় সে বিষয়েও সজাগ থাকার আহ্বান জানানে হয়েছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলার মতোই চৌদ্দগ্রামের এই হামলা সুপরিকল্পিতভাবে সরকারি এজেন্টরাই করে থাকতে পারে যাতে করে এর দায় ২০ দলীয় জোটের ওপর দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা যায়। উল্লেখ্য, গতকাল সোমবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে সাত জন নিহত এবং ১৭ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া