adv
২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রিল্যান্সারের টাকা হাতিয়ে নেওয়া ডিবির ৬ সদস্য সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপাের্ট: চট্টগ্রামে আবু বকর নামে এক ফ্রিল্যান্সারকে আটকের পর তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ৩ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত ডিবির ৬ সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। একইসঙ্গে ডিবি দলের নেতৃত্বে থাকা ইন্সপেক্টর রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। গত ১২ মার্চ সিএমপি কমিশনার এই নির্দেশ দিলেও বিষয়টি আজ বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘আবু বকরের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বিটকয়েন সরানোর ঘটনায় ডিবির সেই ইন্সপেক্টর (নিরস্ত্র) রুহুল আমিনের কাছে ব্যাখ্যা তলবের পাশাপাশি অভিযুক্ত ৬ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।’

সাময়িক বরখাস্ত হওয়া ডিবির ওই ৬ সদস্য হলেন— উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত, মইনুল হোসেন এবং কনস্টেবল মো. জাহিদুর রহমান ও কনস্টেবল আব্দুর রহমান।

ভুক্তভোগী আবু বকর সিদ্দিকের অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানাধীন গুলবাগ আবাসিক এলাকায় চায়ের দোকান থেকে তাকে আটক করে ডিবি পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম। ওই রাতে তাকে নগরের মনসুরাবাদে ডিবি হেফাজতে রাখা হয়। এক পর্যায়ে জোরপূর্বক তার আঙ্গুলের ছাপ নিয়ে মোবাইলের লোক খুলে তার দুটি ব্যাংক অ্যাকাউন্টের ১০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রান্সফার করে নেয় ডিবি পুলিশের সদস্যরা। এছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৭২ হাজার ২২১ ডলার সরিয়ে নেন তারা।

ঘটনার নেপথ্যে নগর ডিবি পুলিশের ইন্সপেক্টর রুহুল আমীনসহ সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়ায় তাদের প্রত্যাহার করে নেয় নগর পুলিশ কর্তৃপক্ষ। পাশাপাশি কাউসার নামে এক সোর্সকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২ লাখ ৮ হাজার ৩৮০ ডলার উদ্ধারের দাবি করেছে ডিবি। দেশরূপান্তর

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া