adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করুন : সেলিম

নিজস্ব প্রতিবেদক : সিপিবিরি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গরিবকে মারার ষড়যন্ত্র। বিদেশে  তেলের দাম বাড়েনি, বিদ্যুতের উৎপাদন খরচ বাড়েনি। তারপরও সরকার জোর করে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকার যদি এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করে তবে শুধু জ্বালানি মন্ত্রণালয় নয়, সরকারের আসল গদির জায়গায় ঘেরাও করতে বাধ্য হব।বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।সেলিম বলেন, সরকার যে কুইক রেন্টাল চালু করেছে, এই কুইক রেন্টাল কুইক চুরির কারখানা।তিনি সবাইকে একসঙ্গে আন্দোলনে মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন, আমরা আমাদের দাবি আদায় করতে পারব। কেন না আমাদের দাবি  যৌক্তিক।আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি।এর আগে সকালে সকালে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে রওয়ানা দিয়ে বাধাপ্রাপ্ত হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পপাদক সৈয়দ আবু জাফর আহমেদ, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া