adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ফিরিয়ে আনা হচ্ছে মালয়েশিয়াগামীদের

 

 

 

 

 

 

 

ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরের কক্সবাজারের সেন্টমার্টিনে আটক ৬১৪ জন মালয়েশিয়াগামী অভিবাসী ও ২১ জন মাঝিমাল্লাসহ চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করেছে নৌবাহিনীর জাহাজ ‘বাংলার দুর্জয়’। 
মঙ্গলবার সকালে তাদের টেকনাফ নিয়ে আসার কথা থাকলেও সোমবার রাতে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।  
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গোপসাগরে আটক হওয়া ৬১৪ জন মালয়েশিয়াগামী অভিবাসী ও ২১ জন মাঝিমাল্লাকে নিয়ে চট্টগ্রামের পতেঙ্গার উদ্দেশে রওয়ানা দিয়েছে নৌবাহিনী। 
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে ৬১৪ জন মালয়েশিয়াগামী অভিবাসী ও ২১ জন মাঝিমাল্লাকে আটক করে নৌবাহিনী। এ সময় একটি মিয়ানমারের একটি জাহাজও জব্দ করা হয়। 
আটকরা বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। এদের মধ্যে ২০ জন নারী ও শিশু রয়েছে। আটক মাঝিমাল্লারা সবাই থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক। নৌবাহিনীর সেন্টমার্টিন ফরোয়ার্ড বেইস ইন-চার্জ লে. কমান্ডার মোস্তফা কামালের মোবাইল ফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া