adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তসলিমা নাসরিনকে সমর্থন করায় পাকিস্তানে মালালাবিরোধী দিবস পালন

image_84209_0আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে মালালাবিরোধী দিবস পালন করা হয়েছে। 'স্যাটানিক ভার্সেস'-এর বিতর্কিত লেখক সালমান রুশদি ও বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে সমর্থন করায় পাকিস্তানের নোবেলবিজয়ী কিশোরী মালালা ইউসুফজাইয়ের বিরুদ্ধে এ দিবস পালন করা হয়।
সোমবার 'আই অ্যাম নট মালালা' শিরোনামে এ দিবস পালন করা হয়। 'অল পাকিস্তান প্রাইভেট স্কুল ফেডারেশন' নামের একটি সংগঠন দিবসটি উপলক্ষে সভা ও সেমিনারের আয়োজন করে। সংগঠনটি জানায়, মালালা ইউসুফজাই 'সালমান রুশদিস আইডিয়োলজিক্যাল ক্লাব'-এর সদস্য।
মালালা তার লেখা বইটিতে বিতর্কিত লেখক সালমান রুশদির লেখাকে মতপ্রকাশের স্বাধীনতা বলে সমর্থন জানিয়েছে। অথচ মতপ্রকাশের স্বাধীনতার নামে 'স্যাটানিক ভার্সেস' লিখে ইসলামের অবমাননা করেছেন রুশদি।' শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী মালালার খ্যাতি থাকলেও পাকিস্তানের অনেক নাগরিক তাকে পশ্চিমাদের চর মনে করে থাকে। টুইটারে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, আয়োজক সংগঠনের ব্যানারে লেখা রয়েছেথ 'আই অ্যাম নট মালালা। আই অ্যাম মুসলিম। আই অ্যাম পাকিস্তানি।'
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া