adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার হামলায় সাত শতাধিক বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনীর হামলায় গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ইউক্রেনে ৫২ শিশুসহ সাতশর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্থাটির রাজনীতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো এ তথ্য জানান।

ডিকার্লো বলেন, ‘রুশ হামলায় হাসপাতাল ও স্কুলের মতো শত শত আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।’

জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য মতে, ‘১৭ মার্চ পর্যন্ত ৭২৬ জন নিহত এবং এক হাজার ১৭৪ জন আহত হয়েছে। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে।’ ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরেই সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫শ বেসামরিক লোক নিহত হয়েছে।

অন্যদিকে রাশিয়ার ১৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যদিও তারা দাবির পক্ষে বিস্তারিত তথ্য উপস্থাপন করেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া