adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোটিপতির সংখ্যায় ভারত বিশ্বে অষ্টম- দারিদ্র্যসীমার নিচে ২৭ কোটি মানুষ

কোটিপতির সংখ্যায় ভারত বিশ্বে অষ্টম, দারিদ্র্যসীমার নিচে ২৭ কোটি মানুষআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়ার মতো দেশকে পেছনে ফেলে কোটিপতি মানুষের সংখ্যার বিচার বিশ্বে অষ্টম স্থান দখল করেছে ভারত। অবশ্য ভারতে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারীর সংখ্যাই ওই তিন দেশের লোকসংখ্যার চেয়ে বেশি, প্রায় ২৭ কোটি।
নিউ ওয়ার্ল্ড ওয়েলথের কোটিপতির তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত সম্পদের মূল্য অন্তত ১ কোটি ডলার। গোটা বিশ্বে কোটিপতি সংখ্যার বিচারে আমেরিকা, চীন, জার্মানি, ব্রিটেন, সিঙ্গাপুর, কানাডার পরই নাম রয়েছে ভারতের। ভারতে ১৪ হাজার ৮০০ কোটিপতির মধ্যে শুধু মুম্বাইতে থাকেন ২ হাজার ৭০০ জন। প্রায় একই সংখ্যক কোটিপতি বাস করেন জার্মানির মিউনিখ শহরে।
কোটিপতিদের স্থায়ী বাসস্থানের বিচারে বিশ্বের প্রথম ৩০টি শহরের মধ্যে জায়গা করে নিয়েছে মুম্বাই। এই তালিকায় শীর্ষে রয়েছে হংকং। মোট ১৫ হাজার ৪০০ জন কোটিপতির বাস হংকং শহরে।
হংকংয়ের পর রয়েছে যথাক্রমে নিউইয়র্ক  ১৪ হাজার ৩০০, লন্ডন ৯ হাজার ৭০০, মস্কো ৯ হাজার ৭০০, লস অ্যাঞ্জেলস ৭ হাজার ৪০০ ও সিঙ্গাপুর ৬ হাজার ৬০০ জন। নিউ ওয়ার্ল্ড ওয়েলথের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি কোটিপতি আছেন আমেরিকায়। দেশটিতে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ ব্যক্তির অন্তত ১ কোটি ডলারের সম্পদ রয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা চীনে কোটিপতির সংখ্যা ২৬ হাজার ৬০০ জন। আর তৃতীয় অবস্থানে থাকা জার্মানিতে রয়েছেন ২৫ হাজার ৪০০ জন কোটিপতি। এছাড়া চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ব্রিটেন (২১,৭০০), জাপান (২১,০০০), সুইজারল্যান্ড (১৮,৩০০) ও হংকং (১৫,৪০০)।
গত ১০ বছর সারা বিশ্বে মিলিয়ন ও মাল্টি-মিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে দ্রুত, যেখানে মিলিয়নেয়ারের সংখ্যা ৫৮ শতাংশ ও মাল্টি-মিলিয়নিয়রের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া