adv
১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০০ মিটারের সেমিফাইনালে যেতে পারলেন না ইমরানুর রহমান

স্পোর্টস ডেস্ক: ইমরানুর রহমান বাংলাদেশের দ্রুততম মানব। হাঙ্গেরির বুদাপেস্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে দ্যুতি ছড়িয়ে নিজের হিটে সেরা হন। কিন্তু ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রিলিমিনারি রাউন্ডের চেয়ে ভালো টাইমিং করেও পেরে উঠলেন না।

শনিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ৬ নম্বর হিটে অংশ নেন ইমরানুর। ১০.৪১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম এবং সব মিলিয়ে ৫৫ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন তিনি। সেমি-ফাইনালে ওঠা ২৪ প্রতিযোগীর মধ্যে সবশেষ জনের টাইমিং ১০.২০ সেকেন্ড। বিডিনিউজ
সকালের সেশনে প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ইমরানুর।
গত জুলাইয়ে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছিলেন ইমরানুর। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে অল্পের জন্য পেরে ওঠেননি। থাইল্যান্ডের ব্যাংককে হওয়া ওই প্রতিযোগিতায় সেমিফাইনালের তৃতীয় হিটে ১০.৪০ সেকেন্ডে দৌড় শেষ করেন ইমরানুর। সব মিলিয়ে একাদশ স্থানে থেকে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।
ব্যাংককে সেমিফাইনালে ওঠার হিটে ১০.২৫ সেকেন্ড টাইমিং করে নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়েছিলেন ইমরানুর।
বুদাপেস্টে এবারও অবশ্য ব্যক্তিগত সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি ইমরানুর। ১০ দশমিক ২২ সেকেন্ডে তিনি দৌড় শেষ করেছিলেন বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া