adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের এবার বিশ্বকাপ খেলা হচ্ছে না

স্পোর্টস ডেস্ক: গত শনিবার বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ খেলার যোগ্যতা হারায় এক সময়ের শক্তিশালী উইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটিশরা। ক্রিকইনফো

জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের ম্যাকমুলেনের নৈপুণ্যে উইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় স্কটিশরা। ম্যাকমুলেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাটিং করে ১৮১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেই হোপের দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন জেসন হোল্ডার। এছাড়া শেপার্ডের ব্যাট থেকে আসে ৩৬ রান। স্কটল্যান্ডের ম্যাকমুলেন নেন ৩২ রানে তিন উইকেট।

১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলের জয়ে ব্যাট হাতেও বড় অবদান রাখেন ম্যাকমুলেন। রান তাড়ায় তিনে নেমে ৬৯ রানের ইনিংস খেলে স্কটল্যান্ডের জয়ের নায়ক এই ডানহাতি পেস অলরাউন্ডার। চ্যানেল২৪
উল্লেখ্য, ১৯৭৫ এবং ১৯৭৯ ওয়ানডে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া