adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদ ভবনে বাণিজ্যমন্ত্রীর অফিস রুমে আগুন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ ভবনের দণি-পূর্ব ব্লকের চতুর্থ তলায় বুধবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তা নিরাপত্তা বাহিনীর চোখে পড়েছে সাড়ে আটটার দিকে। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের একান্ত সচিব মুন্সি সফিউল হকের রুমটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। সংসদের নিরাপত্তা কর্মী ও সিসি ক্যামেরা থাকলেও তাদের চোখে আগুন ধারা পড়েনি বলে জানা গেছে।
আগুনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের অফিসকরে বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। এছাড়া পাঁচ তলায় কমিটি শাখা-২ এর দুইটি জানালা ও একটি কম্পিউটারসহ আংশিক তি হয়েছে।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, মোহাম্মদপুর ও হেডকোয়ার্টারের চারটি ইউনিট অল্পণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিস জোনের উপ-পরিচারক জহুরুল আইন বলেন, সকাল সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল পৌনে নয়টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সংসদের পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
 ওই সময় সংসদের কোনো কর্মকর্তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। সাড়ে নয়টার পরে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রবেশ করতে দেয়া হয়। বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিবের রুমের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে সংসদ ভবনে নিয়োজিত কর্মচারীরা জানান, এ আগুন গভীর রাতে লেগেছে, সকালে লাগেনি। তারা বলেন, সকাল আটায় আগুন লাগলে এতো তি হতো না। এ ব্যাপারে কর্মচারীরা নিরাপত্তাকর্মীদের দোষারোপ করছে।   
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া