adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে, ৬ সপ্তাহের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন ৫,১১৬ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন প্রায় ১,০০০ মানুষ। এরমধ্যে রয়েছে ৬ সপ্তাহ বয়সী এক শিশুও। এখন পর্যন্ত করোনায় এটিই সবথেকে কম বয়সে মৃত্যুর ঘটনা। মৃত ওই শিশুটি কানেকটিকাটের। তাকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুতে বিবৃতি দিয়েছেন প্রাদেশিক গভর্নর নেড ল্যামন্ট।

এতে তিনি বলেন, আক্রান্ত শিশু করোনা পজেটিভ ছিল। এ ঘটনায় আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সবথেকে দ্রুত মৃতের সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যায় এখনো দেশটি ইতালি ও স্পেনের পেছনে রয়েছে। তবে ছাড়িয়ে গেছে চীনকে। চীনে করোনায় মোট প্রাণহানি হয়েছে ৩,৩১৬ জন। গত বছরের ডিসেম্বরে দেশটির উহান শহর থেকেই এ ভাইরাস ছড়িয়ে পরে বলে ধারণা করা হচ্ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৬ হাজার মানুষ। এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজারের বেশি। দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এর আগে বলেন, আগামি কয়েক দিনে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে। গত রোববার মার্কিন বিজ্ঞানি অ্যান্থোনি ফাউচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে করোনার কারণে এক থেকে দুই লাখ মানুষ প্রাণ হারাতে চলেছে। ট্রাম্প প্রশাসনও বলছে, মৃতের সংখ্যা এরমধ্যে রাখতে পারলেই তারা নিজেদের সফল মনে করবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া