adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতায় হঠাৎ ধসে পড়ল ফ্লাইওভা – নিহত অন্তত ৬ জন

আন্তর্জাতিক : ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার মাঝেরহাট ফ্লাইওভারের একটি অংশ হঠাৎ ভেঙে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে ফ্লাইওভার ধসের এ ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, ফ্লাইওভারটি মাঝ বরাবর ভেঙে রেললাইনের ওপর ধসে পড়ে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৬ জন।

কলকাতার ব্যস্ততম এলাকায় ফ্লাইওভার ধসের ঘটনায় বহু মানুষ তার নীচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী জানান ফ্লাইওভারের নিচে কয়েকজন মোটর সাইকেল আরোহী এখনো আটকে আছে।ফ্লাইওভারটি ধসে পড়াই আশে পাশের এলাকায় বিদুৎ সংযোগ বিচ্ছন্ন রয়েছে।উদ্ধারকর্মীরা উদ্ধার তৎতপরতা চালিয়ে যাচ্ছে।ফ্লাইওভারের অপর অংশটি ভেঙে পড়ার আশঙ্কা থেকে ওই এলাকার মানুষজন সড়িয়ে নেয়া হয়েছে।ভারতের আর্মির একটি দল এবং স্থানীয় পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ফ্লাইওভারটি মাঝেরহাট রেল লাইনের উপর অবস্থিত হওয়া ওই রাস্তায় চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াই বছর আগে কলকাতায় স্বামী বিবেকানন্দ নামের আরেকটি ফ্লাইওভার ধসের ঘটনায় নিহত হন অন্তত ২৭ জন মানুষ। আহত হয়েছিলেন শতাধিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া